অ্যাপশহর

India vs Nepal friendly football match: অনিরুদ্ধ থাপার গোলে সমতা ছেত্রী ব্রিগেডের

আজ ম্যাচের শুরু থেকে ভারতকে কিছুটা ম্রিয়মানই লাগছিল। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে একটাও শট লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীকে পুরো মার্কিং করে রাখা হয়েছিল।

EiSamay.Com 2 Sep 2021, 9:23 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নেপালের বিরুদ্ধে জোড়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। আজ প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করলেন সুনীল ছেত্রীরা। নেপালের বিরুদ্ধে একটা গোল করলেও, আজকের ম্যাচে ভারতকে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। ম্যাচ যত শেষের দিকে এগিয়েছে, ততই নেপালের আক্রমণের ঝাঁঝ বাড়তে শুরু করে। ভারতের হয়ে গোল করে অনিরুদ্ধ থাপা।
EiSamay.Com Aniruddh Thapa after his goal
গোল করার পর অনিরুদ্ধ থাপার উচ্ছ্বাস, ছবি সৌজন্য - টুইটার


আজ ম্যাচের শুরু থেকে ভারতকে কিছুটা ম্রিয়মানই লাগছিল। ম্যাচের প্রথম ৪৫ মিনিটে একটাও শট লক্ষ্যে রাখতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীকে পুরো মার্কিং করে রাখা হয়েছিল। ৩৬ মিনিটে অঞ্জন বিস্তার গোলে এগিয়ে যায় নেপাল। এরপরই ভারত আরও চাপে পড়ে যায়। বক্সের মধ্যে অনেকটাই জায়গা পেয়ে গিয়েছিলেন বিস্তা। কারণ গুরপ্রীত লাইনের অনেকটাই বাইরে এগিয়ে এসেছিলেন। অঞ্জন প্রথমে নিজে কিছুটা সময় নেন। তারপর মাথা ঠান্ডা রেখে ভারতের জালে বলটা জড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্ত ফুটবলার হিসেবে অনিরুদ্ধ থাপা এবং রহিম আলিকে মাঠে নামানো হয়। গত ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার পর ফের নেপালের বিরুদ্ধে খেলতে নামল। আগামী ৫ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে দ্বিতীয় প্রীতিম্যাচ খেলতে নামবে ভারত।

তো যাইহোক, ৬০ মিনিটে ভারতের হয়ে সমতা ফেরান অনিরুদ্ধ থাপা। প্রথমে কিছুটা দূর থেকে শট নিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। কিন্তু নেপালের গোলরক্ষক কিরণ লিম্বু দুরন্ত একটা সেভ করেছিলেন। কিন্তু, সেই বল প্রতিহত হয়ে অনিরুদ্ধর কাছে যায়। তিনি বিন্দুমাত্র দেরি না করে বিপক্ষের জালে বলটা জড়িয়ে দেন। সেইসঙ্গে দলেও সমতা ফিরিয়ে আনেন।

এরপর হাতে বাকি ছিল ৩০ মিনিট। কিন্তু, তবুও হাল ছেড়ে দেয়নি ভারত। ম্যাচের একেবারে শেষ দিকে (৮৩ মিনিটে) গোল করার সুযোগ আসে ভারতের। কিন্তু, বল নিয়ে বক্সের মধ্যে মনবীর সিং ঢুকলেও, শেষপর্যন্ত বলটা বাড়ানোর জন্য আর কাউকে পাননি তিনি। এখান থেকে একটা গোল পেলেই এই ম্যাচে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যেত।

প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমণ আরও শানিত হয়ে উঠেছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে দলের এমন পারফরম্যান্স দেখার পর একেবারেই খুশি নন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাক। আগামী ম্যাচে ভারতীয় ফুটবল দল জয়ের জন্য পূর্ণ উদ্যম নিয়ে ঝাঁপাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল