অ্যাপশহর

'বিশ্বাস করুন, এতটা আমি খাইনি', জামাইষষ্ঠী সেরে মন্তব্য শিলটনের

গতকাল শ্বশুরবাড়ি গিয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক শিলটন পাল (shilton paul)। তাঁর জন্য খাবার দাবারের এলাহি আয়োজন করা হয়েছিল। শ্বশুর এবং শাশুড়িকে সঙ্গে নিয়েই ফেসবুকে একটা ছবি পোস্ট করেন সস্ত্রীক শিলটন পাল।

EiSamay.Com 17 Jun 2021, 5:16 am
এইসময় ডিজিটাল ডেস্ক : গোটা বাংলা জুড়ে গতকাল জামাইষষ্ঠীর মহোৎসব পালন করা হয়েছে। শুধু বাংলা কেন, গোটা দেশে যেখানেই বাঙালিরা ছড়িয়ে আছেন, সেখানেই এই উৎসব পালন করা হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, করোনা (Covid 19) মোকাবিলায় বাংলায় (Westbengal) বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল। আগামী ১ জুলাই পর্যন্ত বহাল থাকবে কার্যত লকডাউন। এই পরিস্থিতিতে অনেকে তো আবার ভার্চুয়ালি এই রীতি সেরে নিয়েছেন।
EiSamay.Com Shilton Paul
শ্বশুরবাড়িতে সস্ত্রীক শিলটন পাল, ছবি সৌজন্য - ফেসবুক


গতকাল শ্বশুরবাড়ি গিয়েছিলেন মোহনবাগানের (Mohun Bagan) প্রাক্তন গোলরক্ষক শিলটন পাল। তাঁর জন্য খাবার দাবারের এলাহি আয়োজন করা হয়েছিল। শ্বশুর এবং শাশুড়িকে সঙ্গে নিয়েই ফেসবুকে একটা ছবি পোস্ট করেন সস্ত্রীক শিলটন পাল। এই ছবিতেই দেখতে পাওয়া যায় তাঁর জন্য মধাহ্নভোজের কী এলাহি আয়োজনটাই না করা হয়েছে! তবে ছবির ক্যাপশনে শিলটন একটা বিষয় আগেভাগেই পরিস্কার করে দিয়েছেন। তিনি লিখেছেন, 'বিশ্বাস করুন, এতটা আমি খাইনি'। মুহূর্তের মধ্যে শিলটনের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।


এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, করোনাকালে 'ডাবচিংড়ি' খেয়ে দ্বিতীয় জামাইষষ্ঠী পালন করলেন মোহমবাগানের এই প্রাক্তন গোলরক্ষক। গতকাল দুপুরে স্ত্রী সায়ানাকে নিয়ে পলতায় শ্বশুরবাড়িয়ে নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছিলেন শিলটন। সেখানে শাশুড়ির হাতে রান্না করা সুস্বাদু পদ খেয়ে জীবনের দ্বিতীয় জামাইষষ্ঠী উপভোগ করলেন বাগানের বাজপাখি। ২০১৯ সালের ১১ ডিসেম্বর সায়ানাকে বিয়ে করেছিলেন শিলটন।


গতবছর শিলটনকে জামাইষষ্ঠীতে ইলিশ মাছ খাইয়েছিলেন শাশুড়ি! কলকাতা ফুটবল সমর্থকদের মধ্যে তা নিয়ে বেশ জলঘোলাও হয়েছিল। কারণ কেরিয়ারের ১৪ বছর মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন শিলটন। সেদিক থেকে বিচার করতে গেলে, তাঁর পাতে কীভাবে পড়তে পারে ইলিশের টুকরো? এ নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। অবশেষে এবার ডাব চিংড়ি রান্না করে দেন শাশুড়ি। আর কী ছিল শিলটনের মেনুতে? পাতে ছিল বেশ কয়েক রকমের ভাজা, ডাল, ভাত, বিভিন্ন পদের তরকারি, পায়েস এবং স্যালাড।

উল্লেখ্য, কয়েকদিন আগেই শিলটন পাল জানিয়েছিলেন যে শহর কলকাতার বুকে তিনি একটা রেস্তরাঁ খুলতে চান। তিনি বলছিলেন, ‘‌‌দীর্ঘদিন ধরেই আমার একটা স্পোর্টস কফি শপ খোলার ইচ্ছে ছিল। ক্যাফে বাই দ্য লেন তার প্রথম পদক্ষেপ বলতে পারেন। ৮০০ স্ক্যোয়ার ফুট জায়গা নিয়ে এই ক্যাফে তৈরি হচ্ছে। চা, কফি, বিভিন্ন রকম কন্টিনেন্টাল খাবার থাকবে। কফি শপটা ইউরোপিয়ান ঘরানায় সাজানোর পরিকল্পনা রয়েছে। অনেক কফি শপের মডেল দেখেছি। ক্যাফে বাই দ্য লেন আমার খুব ভালো লেগেছে। আমার ব্যবহৃত খেলার বিভিন্ন জিনিস দিয়ে পরবর্তীতে কফি শপটা সাজাব।’‌ রাজকোটে রবীন্দ্র জাদেজার ‘‌জাড্ডুস ফুড ফিল্ড’–এ গেলে যেরকম ছবি দেখতে পাবেন, অনেকটা সেইরকম। জাদেজার রেস্তোরাঁতে রয়েছে ক্রিকেটীয় সরঞ্জাম। আর শিলটনের কাফেতে থাকবে ফুটবলের সরঞ্জাম।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল