অ্যাপশহর

হাসপাতালে এরিকসন, ফিনল্যান্ডের বিরুদ্ধে ০-১ গোলে পরাস্ত ডেনমার্ক

ম্যাচের ৫৯ মিনিটে ফিনল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন জোয়েল পোহিআম্পালো। এফসি ইউনিয়ন বার্লিনের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় বিপক্ষের জালে বলটি জড়িয়ে দেন।

EiSamay.Com 13 Jun 2021, 1:28 am
এইসময় ডিজিটাল ডেস্ক : কোপেনহেগেনে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে আনল ফিনল্যান্ড। আজ ডেনমার্ককে তারা ১-০ গোলে পরাস্ত করে তবে এই ম্যাচের কালো অধ্যায় যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন ড্যানিশ ফুটবলাররা। খেলা চলাকালীন মাঝমাঠে আচমকা অসুস্থ হয়ে পড়েন ক্রিশ্চিয়ান এরিকসন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের চিকিৎসকরা তাঁর সুস্থতার খবর জানালে এই ম্যাচ আবারও শুরু হয়।
EiSamay.Com Finland Wins
ডেনমার্ককে প্রথম ম্যাচেই হারাল ফিনল্যান্ড, ছবি সৌজন্য - টুইটার


ম্যাচের ৫৯ মিনিটে ফিনল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন জোয়েল পোহিআম্পালো। এফসি ইউনিয়ন বার্লিনের এই ফুটবলার অসাধারণ দক্ষতায় বিপক্ষের জালে বলটি জড়িয়ে দেন। তবে এই গোল করার ক্ষেত্রে তাঁকে যোগ্য সঙ্গত দেন জেরে উরোনেন। জোড়া ড্যানিশ ডিফেন্ডারকে টপকে জোয়েল পোহিআম্পালো এই গোলটি করেন। আর সেইসঙ্গে ফিনল্যান্ডের ঝুলিতে তিনি তিনটে পয়েন্ট নিশ্চিত করেন।
গুরুতর অসুস্থ এরিকসন, মাঝপথে বাতিল ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ
তবে আজকের ম্যাচ যে ঘটনাবহুল ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের ৪০ মিনিটের মাথায় ফিনল্যান্ডের বক্সের একেবারে কাছে পৌঁছে গিয়েছিলেন এরিকসন। তিনি থ্রো-ইন থেকে বলটা পাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেইসময় আচমকা তিনি মাঠে পড়ে যায়। পড়ার সময় তাঁর মুখটা ছিল মাটির দিকে।

সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ডেনমার্ক ফুটবল দলের চিকিৎসকেরা। তাঁদের চোখমুখ দেখে ব্যাপারটা অত্যন্ত গুরুতর বলেই মনে হচ্ছিল। তাঁরা এরিকসনের বুকে হাতের তালু দিয়ে চেপে চেপে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছিলেন। মাঠের মধ্যেই প্রায় ১৩ মিনিট ধরে চলে চিকিৎসা। কিন্তু, সেই চিকিৎসায় সাড়া না দেওয়ার কারণে এরিকসনকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। সেইসঙ্গে ম্যাচটিকেও বাতিল ঘোষণা করে দেওয়া হয়।
আপাতত সুস্থ এরিকসন, ফের শুরু হল ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ
হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুস্থ হয়ে ওঠেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। ভারতীয় সময় রাত বারোটা থেকে আবারও ওই ম্যাচ শুরু হয়। উয়েফার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুই দলের ফুটবলাররা এই ম্যাচটি চালিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেন। সেকারণে আবারও ডেনমার্ক ফিনল্যান্ড ম্যাচ শুরু করা হয়েছে।

সেইসঙ্গে এও যোগ করা হয়েছে যে প্রথমার্ধের চার মিনিট প্রথমে খেলা হবে। তারপর পাঁচ মিনিটের বিরতি। ফের শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মেডিকেল ইমারজেন্সির কারণে এই ম্যাচটি প্রথমে বাতিল করে দেওয়া হয়েছিল। খেলা চলাকালীন মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন। আপাতত তিনি হাসপাতালে রয়েছেন। আর তাঁর শারীরিক অবস্থাও যথেষ্ট স্থিতিশীল। উয়েফার পক্ষ থেকে ক্রিশ্চিয়ান এরিকসনের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। সেইসঙ্গে দুই দলের খেলোয়াড়সুলভ মনোভাবেরও প্রশংসা করা হয়েছে। তবে ক্রিশ্চিয়ানের বদলে মাঠে নেমেছিলেন জেনসেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল