অ্যাপশহর

আরও একবার কলকাতায় বিশ্বকাপ

২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে হবে।

EiSamay.Com 5 May 2019, 1:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরের বছর কলকাতা ফের বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাবে। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে হবে। ২০১৭ সালে ভারতে হয়েছিল অনূর্ধ্ব ১৭ ছেলেদের ফিফা বিশ্বকাপ। তাতে ২৪ টিম খেলেছিল বলে ৬ ভেনুর দরকার ছিল ৬ গ্রুপের খেলা করার জন্য। কিন্তু মেয়েদের বিশ্বকাপ ১৬ টিমের। ফলে ৪ ভেনু দরকার। মেয়েদের বিশ্বকাপ হওয়ার জন্য তাই ফিফার অনুমোদনে ৪ ভেনু বেছে ফেলেছে ফেডারেশন। যার মধ্যে এক নম্বর ভেনু হিসেবে দেখানো হয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনকেই। ৬৬ হাজার দর্শকাসনের যুবভারতীতে ছেলেদের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ ছাড়াও একটি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল,তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ ও ফাইনাল হয়েছিল। এই স্টেডিয়ামের পরিকাঠামো নিয়ে ব্যাপক প্রশংসা করেছিলেন ফিফা কর্তারা। তাই এ বার মেয়েদের বিশ্বকাপেও বেশি ম্যাচ পাবে যুবভারতী। বাকি তিনটি জায়গার মধ্যে নতুন ভেনু হিসেবে আসছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়াম। এআইএফএফকে ওডিশা সরকার প্রচুর সুযোগ সুবিধে দিচ্ছে। গত বছর এখানে বিশ্বকাপ হকি হয়ে যাওয়ার জন্য এই শহর বড় টুর্নামেন্ট করার জন্য প্রস্তুত। তবে এখানকার দর্শকসন খুব কম। মাত্র ১৫ হাজার। তাই নক আউটের কোনও ম্যাচ এখানে হওয়ার সুযোগ নেই। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ও মুম্বইয়ের ডি ওয়াই পাতিল বাকি দুটি ভেনু। গত বিশ্বকাপে ম্যাচ হলেও এ বার তা থেকে বঞ্চিত গোয়া, কেরালা ও গুয়াহাটি।
EiSamay.Com fifa under 17 womens football world cup 2020 host in india
মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ভারতে হবে।


২০২০ সালের দুর্গা পুজো ২২-২৬ অক্টোবর। তাই কলকাতায় সেপ্টেম্বরের শেষ দিকে বিশ্বকাপ হওয়ার ক্ষেত্রে প্রশাসনিক কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপ নিয়ে এআইএফএফ কর্তারা পুরোদমে ঝাঁপিয়ে পড়লেও সরকারি পর্যায়ে এখন এ নিয়ে কাজ এগোচ্ছে না। কারণ নির্বাচন চলছে। তাই ভারতীয় টিমের বিদেশি কোচ নিয়োগ কিংবা টুর্নামেন্টের জন্য কোনও বিদেশি টুর্নামেন্ট ডিরেক্টর করা সম্ভব হয়নি। টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে আপাতত কাজ করছেন রোমা খান্না। কোচ হিসেবে অ্যালেক্স অ্যামব্রোস। ভোট মিটে নতুন সরকার গঠন হলে জুন মাস থেকে ভারতে বিশ্বকাপ আয়োজন গতি পাবে বলে আশা ফেডারেশন কর্তাদের।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল