অ্যাপশহর

AIFF Banned: অনিশ্চয়তার দোলাচলে ভারতীয় ফুটবল, কোন শর্তে নিষেধাজ্ঞা তুলবে FIFA?

ভারতকে ব্যান করার প্রধান কারণ হল AIFF-এর কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এখানে তৃতীয় পক্ষ হল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন AIFF-এ নির্বাচন নেই। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হলেও তিনি পদে বসেছিলেন। এরপর আসরে নামে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের কমিটি তৈরি করে। যাদের কাজ ছিল AIFF-এর সংবিধান সংশোধন করে নির্বাচন করানো।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 16 Aug 2022, 1:23 pm
পাকাপাকিভাবে না হলেও সাময়িকভাবে AIFF-এর উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে FIFA। ভারতের মত ফুটবল বিশ্বে উঠতি শক্তির কাছে এটা যেমন ধাক্কার তেমনই এর নিষেধাজ্ঞার ফলে একাধিক ফুটবলারের ভবিষ্যত অন্ধকারে। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি, ঘরোয়া ফুটবলেও সমস্যার মুখোমুখি হল ভারত। যদিও কয়েকটা নিয়ম মানলেই তুলে নেওয়া হবে নিষেধাজ্ঞা। তবে সেটা কতদিনে মানা হবে তা এখন কোটি টাকার প্রশ্ন।
EiSamay.Com India Football Main
ভারতীয় ফুটবল দল, ছবি সৌজন্য - Twitter@IndianFootball


ভারতকে ব্যান করার প্রধান কারণ হল AIFF-এর কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এখানে তৃতীয় পক্ষ হল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন AIFF-এ নির্বাচন নেই। ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হলেও তিনি পদে বসেছিলেন। এরপর আসরে নামে সুপ্রিম কোর্ট। তিন সদস্যের কমিটি তৈরি করে। যাদের কাজ ছিল AIFF-এর সংবিধান সংশোধন করে নির্বাচন করানো। যদিও ১৮ মে কমিটি গঠন হলেও এখনও পর্যন্ত কমিটি কোনও পদক্ষেপ নিতে পারেনি নির্বাচন নিয়ে।
FIFA Bans AIFF: AFC কাপে খেলতে পারবে না মোহনবাগান, বন্ধ বিদেশি সইও! নিকষ কালো অন্ধকারে ভারতীয় ফুটবল
এই ঘটনাটি ঘটার পর FIFA-র পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল ভারতকে। যদিও হচ্ছে হবে করে সময় এগিয়ে গেছে। একাধিকবার FIFA থেকে সতর্কতা পাওয়া সত্ত্বেও কাজ এগোয়নি। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।

এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ফুটবল দল কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবে না। ফলে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন বা পুরুষদের এশিয়া কাপে যোগদান হবে না। AFC কাপে খেলতে পারবে না ATK মোহনবাগান। আর কোনও নতুন বিদেশি প্লেয়ারকে সই করাতে পারবে না।
East Bengal: "সব বিদেশি সই হয়ে গিয়েছে, কোনও অসুবিধে হবে না", FIFA-র ব্যান নিয়ে মন্তব্য দেবব্রত সরকারের
কোন কোন শর্তে ভারতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে FIFA?

সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে।

AIFF-কে ফেডারেশন চালাতে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। দৈনন্দিন কাজ করবে AIFF কর্তারাই।
FIFA Bans AIFF: নির্বাসিত ভারতীয় ফুটবল, মামলা গড়াল সুপ্রিম কোর্টে
ভারতীয় ফুটবলকে যাতে ব্যান করা না হয় তার জন্য প্রাক্তন AIFF-এর প্রাক্তন প্রেডিসেন্ট প্রফুল্ল প্যাটেল FIFA প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি লেখেন, “আমি জানাতে চাই, সুপ্রিম কোর্ট জুলাইয়ের শেষ পর্যন্ত সমস্ত ধরনের সমস্যা মেটানোর চেষ্টা করছে। আমি AFC এবং FIFA-র কাছে অনুরোধ করব এই পরিস্থিতিতে যেন কোনও ব্যান না লাগানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ বোঝার যেন চেষ্টা করা হয়, যার জন্য তারা নিযুক্ত কমিটির সঙ্গে আলোচনা করতে পারে।” যদিও তাতে কোনও কাজ হয়নি।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর