অ্যাপশহর

FIFA অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ: শনিবাসরীয় ফাইনাল জমাবে সৌরভ-সচিন জুটি

গোটা বিশ্বের নজর যেমন থাকবে, তেমনই স্টেডিয়ামে দেখা যাবে VVIP-দের ভিড়

EiSamay.Com 27 Oct 2017, 3:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গোটা ফুটবল বিশ্বের নজর এখন কলকাতায়। শনিবার FIFA অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনাল হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন। ইতিমধ্যেই চলছে ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি।
EiSamay.Com fifa
FIFA অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ: শনিবাসরীয় ফাইনাল জমাবে সৌরভ-সচিন জুটি


আরও পড়ুন: মিশ্র ঘরানার অস্ত্রে ফেভারিট ইংল্যান্ড

গোটা বিশ্বের নজর যেমন থাকবে, তেমনই স্টেডিয়ামে দেখা যাবে VVIP-দের ভিড়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে FIFA প্রেসিডেন্ট জিয়ানি ইনফানন্তিনো। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল প্যাটেল থেকে মার্কো ফান বাস্তেন, সোল ক্যাম্পবেলের মতো কিংবদন্তি প্রাক্তন ফুটবলাররা।

আরও পড়ুন: ইনফান্তিনোর সামনে আজ কন্যাশ্রীও

তবে এই ভিড়েও সবচেয়ে বেশি নজর কাড়তে চলেছেন দুই তারকা। ক্রিকেট দুনিয়ার নক্ষত্র হলেও অধুনা ফুটবলের সঙ্গেও জড়িত দু’জনেই। শনিবারের যুবভারতীয় উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর। ফাইনালে উপস্থিত থাকার বিষয়টি সংবাদসংস্থা PTI-কে জানিয়েছেন সৌরভ। আর FIFA অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সচিন ফাইনালে উপস্থিত থাকবেন বলেই আশা করা হচ্ছে। সচিন-সৌরভ জুটিকে একসঙ্গে মাঠে দেখা ফ্যানেদের উত্তেজনাও আরও বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: গ্যালারিতেও ফুটবল চলছে মাঠের মতো
Where in the world will you be watching the #FIFAU17WC final? More in our preview⬇️https://t.co/B5CfxK9oXC pic.twitter.com/jJ8Md7HuZD — #FIFAU17WC 🇮🇳⚽️🏆 (@FIFAcom) October 27,2017 উত্তেজনা আরও একটি বিষয় নিয়েও। FIFA-র টুর্নামেন্ট ডিরেক্টর জানিয়েছেন, ‘অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দর্শক সংখ্যা অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে গেছে। ফাইনালের পর অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের রেকর্ডও ভেঙে যেতে পারে।’ বিশ্বকাপ আয়োজনে ভারতের ভূমিকায় খুশি FIFA। আর সফল করায় অন্যতম ভূমিকা পালন করেছে বিশ্ব বাংলা ও যুবভারতী। এবার ফাইনালে সেই সাফল্যকেও ছাপিয়ে যাওয়াই লক্ষ্য সবার।

আরও পড়ুন: মেসিদের বিশ্বকাপও হতে পারে ভারতে
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল