অ্যাপশহর

আজ কলকাতা ডার্বিতে অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই

জে সি মুখার্জি ট্রফির সেমিফাইনালকেই মরশুমের প্রথম ডার্বি হিসেবে মনে করছেন দুই দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচ, কর্তারা...ইডেনে সেমিফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান....

Lipi 5 Apr 2021, 1:06 am
এই সময় ডিজিটাল ডেস্ক: গত মরশুমে করোনা ক্লাব ক্রিকেটে থাবা বসিয়েছিল। মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল প্রথম ডিভিশন ক্রিকেট লিগ। লিগে মুখোমুখি হতে পারেনি ইস্টবেঙ্গল–মোহনবাগান। গতবছর নভেম্বরে বেঙ্গল টি২০ ক্রিকেটে দুবার মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও সেই ডার্বি নিয়ে তেমন উত্তেজনা ছিল না। কারণ বেঙ্গল টি২০–র জন্য দল গড়া হয়েছিল বিভিন্ন ক্লাবের ক্রিকেটারদের নিয়ে।
EiSamay.Com mohun-bagan-east-bengal-cricket-derby-on-saturday-1104471


এবছর জে সি মুখার্জি ট্রফির সেমিফাইনালকেই মরশুমের প্রথম ডার্বি হিসেবে মনে করছেন দুই দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচ, কর্তারা। সোমবার ইডেনে সেমিফাইনালে খেলতে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। জে সি মুখার্জি টি২০ ক্রিকেটে শুরু থেকেই দারুণ ছন্দে দুই দলই। রনজি ম্যাচ না থাকায় দুই দলই প্রথম সারির সব ক্রিকেটারকেই পাচ্ছে। তাই বেড়ে গেছে ডার্বির গুরুত্ব।

শক্তির বিচারে মোহনবাগান এগিয়ে থাকলেও ইস্টবেঙ্গলকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। ডার্বিতে মাঠে নামার আগে তিনি যথেষ্ট সতর্ক। তিনি বলেন, ‘‌টি২০ ক্রিকেটে ফেবারিট বলে কিছু হয় না। শক্তিশালী দল সবসময় জিতবে, এরকম ভাবাটাও বোকামি। আমাদের দলের সবাই ছন্দে রয়েছে, এটা ভাল দিক। তাই বলে ইস্টবেঙ্গলকে হালকাভাবে নেওয়ার কোনও যুক্তি নেই। আমাদের সতর্ক থাকতে হবে। ভাল লড়াই হবে। তবে আমরা জেতার ব্যাপারে আশাবাদী।’‌ এবছর প্রতিযোগিতার সংখ্যা কমে গেছে। প্রথম ডিভিশন ক্রিকেট লিগ হবে না। তাই জে সি মুখার্জি ট্রফি জিততে মরিয়া মোহনবাগান অধিনায়ক।

মোহনবাগান যেমন অভিজ্ঞতায় ভরপূর, তেমনই তারুণ্যে ভরা ইস্টবেঙ্গল। তরুণদের ওপর ভরসা করছেন লালহলুদ অধিনায়ক অর্ণব নন্দী। তিনি অনেকটাই আগ্রাসী। ইস্টবেঙ্গল অধিনায়ক বলছিলেন, ‘‌আমাদের দলে তরুণ ক্রিকেটার বেশি। সবাই ভাল ফর্মে আছে। অভিজ্ঞতা কম বলে মোহনবাগান যদি আমাদের হালকাভাবে নিলে ভুগতে হবে। টি২০ ক্রিকেটে একটা ওভারেই ম্যাচ ঘুরে যেতে পারে। আমরা জেতার জন্য তৈরি।’

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল