অ্যাপশহর

পেনাল্টি কাণ্ড : তদন্ত শুরু করছে UEFA, ফাইনালে উঠলেও অস্বস্তিতে ইংল্যান্ড

তবে শুধুমাত্র লেসার রশ্মিই নয়, জাতীয় সংগীত চলাকালীন ড্যানিশ ফুটবল সমর্থকদের বিরুদ্ধে কটাক্ষ করছিলেন। এই ঘটনায় ডেনমার্কের ফুটবল সমর্থকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন।

EiSamay.Com 8 Jul 2021, 7:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : এ যেন উলটো বিপত্তি! ফাইনালে উঠেও শান্তি নেই ইংল্যান্ড ফুটবল দলের। সৌজন্যে সেই পেনাল্টি। আসলে কেন যখন স্পট কিক নিতে আসছিলেন, ঠিক সেই সময় গ্যালারি থেকে কেউ একজন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার শেমিচেলের মুখে ক্রমাগত লেসার লাইট মেরে যাচ্ছিলেন। ঘটনাটি নিঃসন্দেহে নিন্দনীয়। আর সেকারণেই ড্যানিশ ফুটবল সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েছেন। অবশেষে এই ঘটনার তদন্ত শুরু করেছে UEFA। জানা গেছে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থাও।
EiSamay.Com England vs Denmark
ক্যাসপার শেমিচেলকে পরাস্ত করে গোল করারা পর হ্যারি কেনের উচ্ছ্বাস, ছবি সৌজন্য - টুইটার


তবে শুধুমাত্র লেসার রশ্মিই নয়, জাতীয় সংগীত চলাকালীন ড্যানিশ ফুটবল সমর্থকদের বিরুদ্ধে কটাক্ষ করছিলেন। এই ঘটনায় ডেনমার্কের ফুটবল সমর্থকেরা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁদের দাবি, ওই দর্শককে খুঁজে বের করা হোক এবং তাঁকে ফুটবল মাঠে প্রবেশের ক্ষেত্রে আজীবন নির্বাসিত করা হোক।

তবে চোখে ক্রমাগত লেসার রশ্মি পড়লেও, নিজের লক্ষ্য থেকে বিন্দুাত্র সরে আসেননি ক্যাসপার। তিনি প্রথমবার পেনাল্টি শট সেভ করে ফেলেন। তবে প্রতিহত হয়ে আসা বলে আবারও পা ঠেকান হ্যারি কেন। তখন অবশ্য ক্যাসপারের আর কিছু করার ছিল না। ৫৫ বছর পর ইংল্যান্ড এই প্রথমবার ফুটবলের কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠল।

এই ম্যাচে রাহিম স্টারলিংকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল। তারপরই পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টির সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেননি। জার্মানির প্রাক্তন ফুটবলার দিদি হামান বললেন, 'এটা একটা সাধারণ ডাইভ ছিল। রেফারির এমন সিদ্ধান্ত দেওয়া একেবারেই উচিৎ হয়নি।'

অন্যদিকে ক্যাসপারের বাবা তথা ডেনমার্কের প্রাক্তন গোলরক্ষক পিটার শেমিচেল মনে করছেন, ওই জায়গায় পেনাল্টির সিদ্ধান্তটা যথেষ্ট ভুল সিদ্ধান্ত ছিল। এই নিয়ে আগামীদিনে আরও তর্ক উত্তরোত্তর বাড়বে। এই সিদ্ধান্ত একেবারেই মেনে নেওয়া যায় না। কারণ এটা পেনাল্টি ছিলই না।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল