অ্যাপশহর

Emiliano Martinez Controversy : আদৌ চুঁচুড়ায় আসছেন মার্তিনেজ? ভুয়ো দাবি ঘিরে হ‌ইচ‌ই

আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নাকি হুগলির চুঁচুড়ায় আসছেন। এমন খবরেই হইচই শুরু হয়েছে গোটা বাংলায়।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 17 Mar 2023, 10:31 pm
এমিলিয়ানো মার্তিনেজ। নামটা শুনলেই ২০২২ কাতার বিশ্বকাপে পেনাল্টি শ্যুট আউটের দৃশ্যটা চোখে ভেসে ওঠে। সেদিন আর্জেন্তিনার এই অতন্দ্র প্রহরী শটটা না বাঁচালে, আজও হয়ত বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে যেন লিওনেল মেসি। সঙ্গে বুক ফাটত হাজার হাজার লা অ্যালবিসেলেস্তে সমর্থকদের। বিশ্বকাপ ফাইনালের ওই রাতের পর মার্তিনেজ যে সকল আর্জেন্তিনা সমর্থকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন, তা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।
EiSamay.Com Emiliano Martinez
গোল্ডেন গ্লাভস জয় করার পর এমিলিয়ানো মার্তিনেজ

Lionel Messi : ঢালাও পাঁঠার মাংস! মেসিদের বাংলাদেশে 'নেমন্তন্ন' পাগল ফ্যানের!
সম্প্রতি 'দ্য কল্যাণী বাজ' নামে একটি ফেসবুক পেজ থেকে এমিলিয়ানো মার্তিনেজ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আগামী জুন মাসের প্রথম কিংবা চতুর্থ সপ্তাহে এমিলিয়ানো মার্তিনেজ নাকি হুগলি জেলার চুঁচুড়ায় আসতে পারেন। এই পোস্টটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণাই করা হয়নি। তবে এই পোস্টটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কে বা কারা মার্তিনেজকে বাংলায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করছেন, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই এই পোস্টে উল্লেখ করা হয়নি। অনেকে তো আবার এই পোস্টটি 'ভুয়ো' বলেও দাবি করতে শুরু করেছেন।

দেখুন সেই পোস্টটি :

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১০ সালে এমিলিয়ানো মার্তিনেজ পেশাদার ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। সেইসময় তিনি ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনালের হয়ে খেলতেন। তবে এই দলে সবসময়ই তাঁকে রিজার্ভ গোলরক্ষক হিসেবে রাখা হয়েছিল। প্রায় ১০ বছর তাঁকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। অবশেষে ২০২০ সালে প্রথমবার তিনি আর্সেনালের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। সেটা ছিল আবার এফএ কাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি আর্সেনাল এবং চেলসির মধ্যে আয়োজন করা হয়েছিল। আর্সেনালের নিয়মিত গোলরক্ষক আর্ন্ড লিনো চোট পাওয়ার কারণে মার্তিনেজ সেই ম্যাচে খেলার সুযোগ পান। তিনি আর্সেনালকে এফএ চ্যাম্পিয়ন করেছিলেন। ওই ম্যাচে আর্সেনাল ২-১ গোলে জয়লাভ করেছিল।
Emiliano Martinez World Cup Gloves : লাগবে বিপুল অর্থ, বিশ্বকাপ জেতানো গ্লাভস নিলামে তুললেন মার্তিনেজ
বিশ্বকাপ ফাইনালের কথায় ফিরে আসা যাক। ২০২২ কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এমিলিয়ানো মার্তিনেজের হাতে গোল্ডেন গ্লাভস পুরস্কার তুলে দেওয়া হয়। সেই পুরস্কার হাতে নিয়ে তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। তা গোটা ফুটবল বিশ্বেই নিন্দার ঝড় তুলেছিল। সম্প্রতি মার্তিনেজ আরও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন। জানা গিয়েছে, যে গ্লাভস জোড়া দিয়ে ফ্রান্সের পেনাল্টি শ্যুট আউট আটকেছিলেন তিনি সেটাকেই নিলামে তুলে দেন। এই নিলামে গ্লাভস জোড়া ৩৬ লাখ টাকায় বিক্রি হয় এবং সেই টাকাটা মার্তিনেজ ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করে দেন।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল