অ্যাপশহর

Africa Cup of Nations: ম্যাচ দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত ৮

ফুটবল ময়দানে আরও একবার ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হল। ক্যামেরুনের ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৮ ফুটবল সমর্থক। এছাড়াও এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

EiSamay.Com 25 Jan 2022, 7:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যামেরুনের ফুটবল স্টেডিয়ামে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় কমপক্ষে আটজন মারা গিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আফ্রিকা নেশনস কাপে এই ঘটনায় গোটা ফুটবল বিশ্ব কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।
EiSamay.Com FHxoKLoUcAELhgp
ছবিটি প্রতীকী, সৌজন্য - Twitter/I League


ইয়োওউন্ডেতে অবস্থিত ওলেম্বে স্টেডিয়ামের দক্ষিণ দিকের দরজা দিয়ে ঢেউয়ের মতো দর্শকেরা স্টেডিয়ামে প্রবেশ করতে আরম্ভ করে। এই ঘরের ফুটবল দল কোমোরসের খেলা দেখতেই তাঁরা স্টেডিয়ামে প্রবেশ করছিলেন।

জানা গিয়েছে, এই স্টেডিয়ামে মোট ৬০,০০০ দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। তবে করোনা অতিমারির কারণে সেটা ৬০ শতাংশে কমিয়ে আনা হয়েছিল। তবে ক্যামেরুনের অদম্য সিংহ ব্রিগেডের খেলার কথা মাথায় রেখেই দর্শক সংখ্যা ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সবুজ সংকেত দেওয়া হয়েছিল।

প্রাথমিকভাবে ক্যামেরুনের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আটজন মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। চারজন করে মহিলা এবং পুরুষ রয়েছে। একজনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।'

আরও যোগ করা হয়েছে, আহতদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু, রাস্তায় প্রচন্ড যানজট থাকার কারণে হাসপাতালে পৌঁছতে কিছুটা হলেও দেরি হয়।

ইতিপূর্বে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, এই ঘটনায় ছ'জন মারা গিয়েছেন এবং প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন। তবে কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই ব্যাপারে মন্ত্রকের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

এই ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে ক্যামেরুন শেষ আটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। কোয়ার্টার ফাইনালে তাঁদের গাম্বিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে।

২০১৯ সালে ক্যামেরুনকে আফ্রিকা নেশনস কাপ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে খেলার জন্য মাঠ প্রস্তুত না হওয়ার কারণে ওই বছর জানুয়ারি মাসে ইজিপ্টে গোটা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

তবে এটাই প্রথমবার নয়, ফুটবল মাঠের অতিরিক্ত দর্শক সংখ্যা বেশ কয়েকবার প্রাণহানির ঘটনা ঘটিয়েছে।

২০১৫ সালে ইজিপ্টের রাজধানী কায়রোয় একটি ফুটবল স্টেডিয়ামে কয়েক হাজার ফুটবল সমর্থক একসঙ্গে ঢুকে পড়েছিলেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে এবং ছররা বন্দুকের গুলি ছোঁড়ে। এই ঘটনায় ১৯ জন মারা গিয়েছিলেন।

২০০১ সালে জোহানেসবার্গের এলিসবার্গ স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ৪৩ জন মারা গিয়েছিলেন। ম্যাচটি অরল্যান্ডো পাইরেটস এবং কাইজার চিফসের বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল।

অন্যদিকে আবার ১৯৯৬ সালের অক্টোবর মাসে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ দেখতে এসে গুয়াতেমালায় ৯০ জন পদপিষ্ট হয়ে মারা যান। ম্যাচটি কোস্টারিকার বিরুদ্ধে কানায় কানায় দর্শক ভর্তি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল