অ্যাপশহর

East Bengal: আ-মরি 'বাঙাল' ভাষা..., ইস্টবেঙ্গলের আমন্ত্রণপত্রে নিজস্বতার ছোঁয়া

জানা গিয়েছে, বুধবার (১৭ অগাস্ট) বেলা আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে আসবেন। তাঁর হাত ধরেই এই সংগ্রহশালার উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানের ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি দলের বর্তমান এবং প্রাক্তন ফুটবলারদেরও থাকার কথা রয়েছে। বাংলার ফুটবলকে মুখ্যমন্ত্রী যে কতটা ভালোবাসেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 17 Aug 2022, 2:10 pm
বুধবার ইস্টবেঙ্গলের আর্কাইভ উদ্বোধন হতে চলেছে। আর সেই উদ্বোধনের আমন্ত্রণপত্রে একেবারে নিজস্বতার ছোঁয়া রাখল লাল-হলুদ ম্যানেজমেন্ট। কী সেই নিজস্বতা? না, বাঙাল ভাষায় গোটা আমন্ত্রণপত্রটি লেখা হয়েছে। আর এই অভিনবত্বে দলের সমর্থকেরাও যারপনাই খুশি। ইতিমধ্যেই আমন্ত্রণপত্রের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে।
অন্ধকারে ভারতীয় ফুটবল! ভবিষ্যৎ?


এবার প্রশ্ন হল ইস্টবেঙ্গলের এই নতুন আর্কাইভে ঠিক কী রয়েছে? জানা গিয়েছে, মূলত ক্লাবের শতাব্দীপ্রাচীন ইতিহাসকেই এই সংগ্রহশালায় তুলে ধরা হয়েছে। রাজা সুরেশ চন্দ্র চৌধুরি মেমোরিয়াল আর্কাইভে আরও রয়েছে পুরনো দিনের খেলার বিভিন্ন ভিডিয়ো, খেলোয়াড়দের জার্সি, ফুটবলারদের বুট সহ আরও অন্য সামগ্রী। এছাড়াও থাকবে ক্লাবের সম্পর্কিত বিভিন্ন বই, তথ্য, সংবাদপত্রের প্রতিবেদনও। ক্লাব সূত্রের খবর, এই সংগ্রহশালায় পঞ্চপাণ্ডবের মূর্তিও রাখা হবে।

জানা গিয়েছে, বুধবার (১৭ অগাস্ট) বেলা আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল তাঁবুতে আসবেন। তাঁর হাত ধরেই এই সংগ্রহশালার উদ্বোধন করা হবে। এই অনুষ্ঠানের ক্লাবের কর্মকর্তাদের পাশাপাশি দলের বর্তমান এবং প্রাক্তন ফুটবলারদেরও থাকার কথা রয়েছে। বাংলার ফুটবলকে মুখ্যমন্ত্রী যে কতটা ভালোবাসেন, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। গতকাল অর্থাৎ মঙ্গলবার (১৬ অগাস্ট) খেলা হবে দিবসে মুখ্যমন্ত্রী ফুটবলে কিক করে ডুরান্ড কাপের উদ্বোধন করেছিলেন। ইতিপূর্বে মোহনবাগান তাঁবু উদ্বোধনেও এসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি ক্লাবের উন্নতিসাধনে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। সঙ্গে এও জানিয়েছিলেন যে ইস্টবেঙ্গল ক্লাবে এলে তিনি লাল-হলুদ শাড়ি পরে আসবেন।

তবে শুধুমাত্র ক্লাবের আর্কাইভ উদ্বোধনই নয়, আসন্ন ISL টুর্নামেন্টে ইস্টবেঙ্গল ক্লাবের অংশগ্রহণের ব্যাপারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। পরপর ২ বছর ISL টুর্নামেন্টে একেবারে জঘন্য় পারফরম্যান্স করেছিল লাল-হলুদ ব্রিগেড। আর তারপরই শ্রীসিমেন্ট লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবের হাত ছেড়ে দিয়েছিল। তারপর থেকেই নয়া বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছিল ইস্টবেঙ্গল ক্লাব। সেইসময় মুখ্যমন্ত্রী নয়া বিনিয়োগকারীর সঙ্গে চুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। অবশেষে ইমামির সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করে ফের ইন্ডিয়ান সুপার লিগে মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করছে।
East Bengal: "সব বিদেশি সই হয়ে গিয়েছে, কোনও অসুবিধে হবে না", FIFA-র ব্যান নিয়ে মন্তব্য দেবব্রত সরকারের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় দলের প্রাক্তন কোচ ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ায় গত দুই মরশুমের ব্যর্থতা ভুলে নতুনভাবে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু মরশুমের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন টিম ডায়মন্ড হারবার এফসি-র কাছে প্রস্তুতি ম্যাচটি ড্র করে নিঃসন্দেহে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গলের ভক্তরা।
ATK Mohun Bagan: মুখ্যমন্ত্রীর ৫০ লাখ নিয়ে কী করব ভাবিনি: দেবাশিস
মঙ্গলবার কিবু ভিকুনার ডায়মন্ডহারবার দলের বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ হল মঙ্গলবারের প্রস্ততি ম্যাচ। ম্যাচের যা গতি-প্রকৃতি তাতে হারের মুখো দেখতে পারত লাল-হলুদ ব্রিগেড। কিন্তু গোলরক্ষক দেবনাথ কুণ্ডুর দুরন্ত পারফরম্যান্স ডায়মন্ড হারবারের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। নিশ্চিত দুইটি গোল রুখে দেন দেবনাথ। তবে শুরুতেই প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স দেখার পর, ফের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠে গেল।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল