অ্যাপশহর

মারাদোনার শেষ ইচ্ছা কী? মৃত্যুবার্ষিকীকে জানাল পরিবার

২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি (Diego Maradona)। দীর্ঘদিন ধরে তাঁর মাদকের আসক্তি কাটানোর চিকিৎসা চলছি। এছাড়া তাঁর মস্তিস্কে অপারেশনও হয়েছিল।

Lipi 26 Nov 2021, 7:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিয়েগো মারাদোনার মৃত্যুবার্ষিকীতে তাঁর শেষ ইচ্ছার কথা জানাল তাঁর পরিবার। এরজন্য আর্জেন্তিনার বুয়েনস আয়ার্স সরকারের কাছে তারা আবেদ জানিয়েছে। একটি ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবর তারা জানান।
EiSamay.Com FFBzuArXsAEbLuu
বল পায়ে দৌড়চ্ছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা, ছবি সৌজন্য - টুইটার


গতকাল অর্থাৎ ২৫ নভেম্বর ছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার মৃত্যুবার্ষিকী। এক বছর আগে এই দিনেই তিনি প্রয়াত হন। তবে মৃত্যুকালে তাঁর ইচ্ছা কী ছিল সেটা এতদিন অজানাই রয়ে গেছিল বিশ্বের কাছে।

মারাদোনার পরিবার জানান, তিনি চেয়েছিলেন তাঁর নামে একটা মিউজিয়াম তৈরি হোক, যাতে তাঁকে সবাই সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারে। ইন্সটাগ্রাম পোস্টে লেখা হয়, ‘বুয়েনস আয়ার্স প্রশাসনের কাছে আমাদের অনুরোধ মারাদোনা মেমোরিয়ালের জন্য একটি জমি দিতে। যেটি হবে নদীর পাশে ও প্রকৃতির কোলে। তোমার ইচ্ছা সত্যি হতে চলেছে।’

তারা এই মর্মে একটি চিঠিও লেখে। যেখানে লেখা আছে, ‘মারাদোনা চাইতেন একটি শান্তির জায়গা যেখানে সবাই তাঁকে দেখতে যাবে। নিজেদের ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করবেন।’ যদিও এই অনুরোধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

২০২০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তাঁর মাদকের আসক্তি কাটানোর চিকিৎসা চলছি। এছাড়া তাঁর মস্তিস্কে অপারেশনও হয়েছিল। তাঁর মৃত্যুতে কেঁপে যায় গোটা বিশ্ব। ফুটবলের রাজপুত্রের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি কেউই। ১৯৮৬ সালে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা ছিল তাঁর। এছাড়াও তিনি দেশের সর্বকালের সেরা ফুটবলার।

মারাদোনা ফুটবল ভক্তদের কাছে ভগবান হয়ে থাকবেন। তবে তাঁর কেরিয়ারে একাধিক কালো দাগও আছে। সম্প্রতি তাঁর মৃত্যুর পরে এক মহিলা মারাদোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন> অভিযোগকারীনী জানান, মারাদোনার সঙ্গে তাঁর সম্পর্ক চার থেকে পাঁচ বছর ছিল। বর্তমানে তিনি দুই সন্তানের মা। ২০০১ সালে বুয়েনস আয়ার্সে ভ্রমণের সময় তাঁর ইচ্ছার বিরুদ্ধে মারাদোনা বেশ কয়েকদিন হোটেলে তাঁকে আটকে রাখেন। বাইরে বেরনো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাঁর। বেশ কয়েকবার মারাদোনা তাঁকে ধর্ষণও করেন বলে অভিযোগ করেন।

সংবাদ মাধ্যমে তাঁর সাক্ষাৎকার দেখে আর্জেন্টিনার একটি স্বেচ্ছাসেবী সংস্থা মহিলার থেকে অভিযোগ শোনেন। ও মারাদোনার নামে অভিযোগ দায়ের হয়। তবে এতদিন কেন মুখ খোলেননি? জবাবে মহিলা জানান, মারাদোনার মৃত্যুর পর তাঁকে নিয়ে অনেক খবর বেরচ্ছিল। তাই এই সময়টাকেই তিনি বেছে নিলেন কথাগুলো জানানোর। তবে ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে তিনি আর এগোতে চান না।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল