অ্যাপশহর

Manchester United ছাড়তে চলেছেন Cristiano Ronaldo!

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। কারণ গত মরশুমে তিনি মাত্র ২৪টা গোল করেছেন। দল চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) প্রবেশ করাতে পারেননি।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 23 Jun 2022, 5:21 pm
বছর ঘুরতে না ঘুরতেই ফের দলবদলের আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। গত বছর সবাইকে চমকে দিয়ে নিজের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ফিরেছিলেন তিনি। বিশ্ব ফুটবলের ওল্ড লেডি জুভেন্তাস (Juventus) থেকে যোগ দিয়েছিলেন। শোনা যাচ্ছে এবার ফের পুরনো দলেই ফিরতে পারেন তিনি। তাঁর ম্যানেজার জর্জ মেনডেস (Jorge Mendes) ইতিমধ্যেই জুভেন্তাসের সঙ্গে যোগাযোগ করেছেন। রিপোর্ট অনুযায়ী, জুভেন্তাস রোনাল্ডোর প্রস্তাবে কোনও সাড়া দেয়নি এখনও।
EiSamay.Com Ronaldo Main (6)
ম্যান ইউয়ের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ছবি সৌজন্য - Instagram@cristiano


যদি রোনাল্ডোকে জুভেন্তাসে আসতে হয় তাহলে আর্থিক দিল থেকে সমস্যায় পড়তে পারে ক্লাব। মনে করা হচ্ছে রোনাল্ডো এক্ষেত্রে কিছুটা মানিয়ে নিতে প্রস্তুত। বেতন কমিয়ে তিনি যোগ দিতে পারেন পুরনো ক্লাবে। তবে তিনি একমাত্র প্লেয়ার নন ফরাসি মিডফিল্ডার পল পোগবা (Paul Pogba) আলোচনা করছেন তুরিনে ফেরার ব্যাপারে। সেটা অনেকদূর এগিয়েছে বলে শোনা যাচ্ছে।
চোখের জলে Barcelona ছাড়লেন Dani Alves
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। কারণ গত মরশুমে তিনি মাত্র ২৪টা গোল করেছেন। দল চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) প্রবেশ করাতে পারেননি। মূলত চ্যাম্পিয়ন্স লিগের জন্যই রোনাল্ডোকে দলে নিয়েছিল। EPL-এ তারা ষষ্ঠ স্থানে শেষ করে। ঘরোয়া কাপও জিততে পারেনি রেড ডেভিলসরা।

অপর একটি সূত্রের মতে, দলের প্লেয়ার নেওয়া নিয়ে খুশি নন রোনাল্ডো। ট্রান্সফার মার্কেট থেকে বর্তমানে সব দলই নামী দামি প্লেয়ার সই করাচ্ছে। ইউনাইটেড যেখানে অনেক পিছিয়ে। অন্য়দিকে পল পোগবা (Paul Pogba) ও এডিনসন কাভানি (Edinson Cavani) দল ছাড়ছেন। এই পরিস্থিতিতে রোনাল্ডো অসন্তুষ্ট।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবার এরিক টেন হ্যাগকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ করেছে। কিন্তু এখনও প্লেয়ার সই করায়নি। দে জংয়ের (Frenkie de Jong) সঙ্গে কথাবার্তা চলছে তবে ট্রান্সফার ফি নিয়ে বার্সেলোনার (Barcelona) সঙ্গে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তারা এজাক্সের ডিফেন্ডার জুরিন টিম্বারকে প্রস্তাব দিয়েছিল, যদিও তিনি দল বদলে ইচ্ছুক নন বলে খবর। অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City) ইতিমধ্যে এরলিঙ্গ হাল্যান্ডকে (Erling Haaland) সই করিয়েছে। লিভারপুল (Liverpool) সই করিয়েছে ডারউইন নুনেজকে (Darwin Nunez)। টটেনহ্যামও (Tottenham Hotspur) একাধিক ভালো প্লেয়ারকে সই করিয়েছে। অন্যদিকে ক্লাব কর্তারা দলের ম্যানেজার এরিক টেন হ্যাগের উপর ভরসা করছেন, যাতে কিছুটা চাপে রয়েছেন CR7।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল