অ্যাপশহর

Cristiano Ronaldo : একাই ৫০০! ক্লাব ফুটবলে গোলের অনন্য নজির ক্রিস্তিয়ানো রোনাল্ডোর

বৃহস্পতিবার আল নাসেরের হয়ে খেলতে নেমেছিলেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। এই ম্যাচে তিনি একাই চারটে গোল করেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 10 Feb 2023, 11:34 am
বৃহস্পতিবার ক্রিস্তিয়ানো রোনাল্ডো সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে একটি ম্যাচে ৪ গোল করলেন। আর সেইসঙ্গে ক্লাব ফুটবলে তিনি ৫০০ গোলের মাইলফলকও স্পর্শ করে ফেললেন।
EiSamay.Com Cristiano Ronaldo
গোল করার পর রোনাল্ডোর উচ্ছ্বাস


বৃহস্পতিবার সৌদি প্রো লিগে রোনাল্ডো আল-ওহেদার বিরুদ্ধে কেরিয়ারের ৫০০তম লিগ গোলটি করেছেন।

এই ম্যাচের শুরুতেই গোল করে আল নাসেরকে এগিয়ে দেন রোনাল্ডো। পেনাল্টি অঞ্চলের মধ্যে বলে কয়েকবার পা ঠেকান রোনাল্ডো। এরপর বাঁ পায়ের একটি নিচু শটে তিনি বিপক্ষের গোলকিপারকে পরাস্ত করেন।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব থেকে আসার পর এটা ক্রিস্তিয়ানো রোনাল্ডোর দ্বিতীয় গোল ছিল। এরপর তিনি আরও তিনটে গোল করেন। আর সেইসঙ্গে দলকে ৪-০ গোলের ব্যবধানে জিতিয়ে দেন।

এখনও পর্যন্ত বিশ্বের শীর্ষস্থানীয় পাঁচটি ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। ৫০৩টি লিগ গোল করেছেন তিনি। এরমধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১০৩টি গোল, রিয়াল মাদ্রিদের হয়ে করেছেন ৩১১টি গোল, জুভেন্তাসের হয়ে করেছেন ৮১টি গোল, স্পোর্টিং লিসবনের হয়ে করেছেন তিনটে গোল এবং আল নাসেরের হয়ে পাঁচটি গোল করেছেন।

পাঁচবারের ব্যালন ডি'অর এই ফুটবল তারকাকে ইতিমধ্যেই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। আল নাসেরের সঙ্গে রোনাল্ডোর আড়াই বছরের চুক্তি হয়েছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৭৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রোনাল্ডোকে সই করিয়েছে আল নাসের।

১৬ ম্যাচ পর পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে আল নাসের। এরপর প্রথম স্থানেই যুগ্মভাবে রয়েছে আল-শাবাব। দুটো দলের ঝুলিতেই আপাতত ৩৭ পয়েন্ট করে রয়েছে।

আগামী শুক্রবার অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি আল তাউনের বিরুদ্ধে ফের মাঠে নামবে আল নাসের। এই ম্যাচেও রোনাল্ডো ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্বের সমর্থকেরা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর