অ্যাপশহর

Cristiano Ronaldo : ঝামেলার অবসান? ইউরোর আগে জাতীয় ফুটবল দলে 'ঘর ওয়াপসি' রোনাল্ডোর

২০২২ কাতার বিশ্বকাপে পর্তুগাল ফুটবল দল খুব একটা সুবিধে করতে পারেনি। তবে সবথেকে বেশি আলোচনা হয়েছে দলের কোচ বনাম ক্রিস্তিয়ানো রোনাল্ডো ঝামেলা।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 18 Mar 2023, 12:19 pm
২০২২ কাতার বিশ্বকাপে ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে নিয়ে বিতর্ক চরমে উঠেছিল। কোচের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে গ্রুপ লিগের শেষ ম্যাচে প্রথম একাদশেও সুযোগ পাননি। প্রি-কোয়ার্টার ফাইনালেও তাঁকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন পর্তুগাল কোচ রবার্তো স্যান্টোস। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল পর্তুগাল। রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। কিন্তু নতুন কোচ রবার্তো মার্টিনেজ ভরসা রেখেছেন এই অভিজ্ঞ স্ট্রাইকারের ওপর।
EiSamay.Com Cristiano Ronaldo
পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনাল্ডো


২০২৪ ইউরো কাপের বাছাই পর্বে লিচেনস্টাইন এবং লুক্সেমবার্গের বিরুদ্ধে বাছাই পর্বের ম্যাচ খেলবে পর্তুগাল। এই দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন নতুন কোচ রবার্তো মার্টিনেজ। বাছাই পর্বের এই দুটি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রোনাল্ডো ছাড়াও ৪০ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপেকেও দলে রেখেছেন রবার্তো মার্টিনেজ। এছাড়াও দলে ডাকা হয়েছে আক্রমণভাগের ফুটবলার দিয়েগো জোতাকে।

রোনাল্ডোকে দলে রাখা প্রসঙ্গে পর্তুগালের বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘‌ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন অত্যন্ত দায়িত্বসম্পন্ন ফুটবলার। ওর মতো একজন অভিজ্ঞ ফুটবলার দলে খুবই জরুরী। আমি বয়সের দিকে তাকাই না, অন্যের দিকেও তাকাযি না। অভিজ্ঞতা এবং পারফরমেন্সই আমার কাছে শেষ কথা। আশা করছি এই ৩৮ বছর বয়সেও রোনাল্ডো নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে পারবে।’‌

২০২২ কাতার বিশ্বকাপের পর বিতর্কে জড়িয়ে পড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক তিনিই। দেশের হয়ে ১১৮টি গোল করে শীর্ষে রয়েছেন। তাঁর পেছনে রয়েছেন লিওনেল মেসি। সৌদি আরবের লিগে এখনও পর্যন্ত দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইউরো কাপের জন্য দলে সুযোগ পাওয়া ফুটবলাররা হলেন:‌ গোলরক্ষক: দিয়োগো কোস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: জোয়াও ক্যানসেলো্, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, গনকালো ইনাসিও, ডিওগো লেইতে, রাফায়েল গুয়েরেইরো, দিয়োগো ডালোট, দানিলো পেরেইরা এবং নুনো মেন্ডেস।

মিডফিল্ডার: বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, ওটাভিও মন্টেরো, ভিতিনহা, জোয়াও পালহিনহা, রুবেন নেভেস এবং ম্যাথিউস নুনেস।

ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গঞ্জালো র‌্যামোস, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও, দিয়েগো জোতা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর