অ্যাপশহর

চেন্নাই এফসি-তে সই করলেন কাতসুমি ইউসা

জানা গিয়েছে, এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য চেন্নাই এফ সি দলে এশিয়ান প্লেয়ার কোটার একটি জায়গা ফাঁকা ছিল। সেখানেই পরবর্তী মরশুমের জন্য কাতসুমিকে নেওয়া হয়েছে।

EiSamay.Com 15 Apr 2019, 6:51 pm

হাইলাইটস

  • ২০১৫ সালে মোহনবাগানের হয়ে এর আগে আই লিগ জিতেছেন এই জাপানি ফুটবলার।
  • এছাড়া তিনি ও ইস্টবেঙ্গলের জার্সি পরেও মাঠে নেমেছেন।
  • ২০১৬ সালে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি-এর হয়ে ইন্ডিয়ান সুপার লিগেও খেলেন কাতসুমি।
EiSamay.Com Katsumi
চেন্নাই এফসি-তে সই করলেন কাতসুমি।
এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত চেন্নাই এফ সি-তে সই করলেন জাপানের মিডফিল্ডার কাতসুমি ইউসা। আগামী ২০১৯-২০ ফুটবল মরশুমের জন্য তাঁকে সই করিয়েছে আই লিগ চ্যাম্পিয়ন ক্লাব।
জানা গিয়েছে, এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য চেন্নাই এফ সি দলে এশিয়ান প্লেয়ার কোটার একটি জায়গা ফাঁকা ছিল। সেখানেই পরবর্তী মরশুমের জন্য কাতসুমিকে নেওয়া হয়েছে।

২০১৫ সালে মোহনবাগানের হয়ে এর আগে আই লিগ জিতেছেন এই জাপানি ফুটবলার। এছাড়া তিনি ও ইস্টবেঙ্গলের জার্সি পরেও মাঠে নেমেছেন। এক বছর নেরোকা এফসি-এর হয়ে খেলার পরে তিনি ফ্রি এজেন্ট হিসেবে পরিচিত হন।

২০১৬ সালে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি-এর হয়ে ইন্ডিয়ান সুপার লিগেও খেলেন কাতসুমি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল