অ্যাপশহর

ধোনির আইএসএল টিম কিনছে আই লিগ জয়ীরা

চেন্নাইয়িনের মালিকানা নিয়ে চেন্নাই সিটির লক্ষ্য পরের মরসুমে আইএসএল খেলা। এ জন্য তারা বিদেশি বিনিয়োগ আনাও প্রায় পাকা করে ফেলেছে বিশাল অর্থের বিনিময়ে। আর সেই ব্যাপারটা পাকা হয়ে যাওয়ায় এ মরসুমের আই লিগে নাও খেলতে পারে চেন্নাই সিটি।

Ei Samay 29 Oct 2020, 3:31 pm
এই সময়: মহেন্দ্র সিং ধোনি, অভিষেক বচ্চনদের মালিকানাধীন আইএসএলের টিম চেন্নাইয়িন এফসি শীঘ্রই হস্তান্তরিত হতে চলেছে।
EiSamay.Com Chennai CT FC


দু'বারের আইএসএল জয়ী চেন্নাইয়িনের বেশিরভাগ শেয়ারই কিনে নিতে চলেছে শহরেরই আই লিগ টিম চেন্নাই সিটি এফসি। চুক্তিটা এ বছর না হলেও পরের বছর শুরুতে হয়ে যাবে। আর পরের মরসুমে চেন্নাইয়ের আইএসএল টিমের মালিক হবেন রোহিত রমেশ। যিনি চেন্নাই সিটি টিমের মালিক ২০১৬ সাল থেকে। আই লিগেও তাঁর টিম চ্যাম্পিয়ন হয় ২০১৮-১৯ মরসুমে। রোহিত রমেশ গত মরসুমেই তাঁর আই লিগ টিমের সঙ্গে সুইৎজারল্যান্ডের এফসি বাসেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। বাসেল এই ক্লাবের ২৬ শতাংশ নিয়ে শেয়ার নিয়ে কোয়েম্বাতোরে একটি আবাসিক ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার কাজে হাত দিয়েছে।

চেন্নাইয়িনের মালিকানা নিয়ে চেন্নাই সিটির লক্ষ্য পরের মরসুমে আইএসএল খেলা। এ জন্য তারা বিদেশি বিনিয়োগ আনাও প্রায় পাকা করে ফেলেছে বিশাল অর্থের বিনিময়ে। আর সেই ব্যাপারটা পাকা হয়ে যাওয়ায় এ মরসুমের আই লিগে নাও খেলতে পারে চেন্নাই সিটি। আই লিগ থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গল সরে যাওয়ায় এই লিগের গুরুত্ব কমে গিয়েছে। তাই রোহিত রমেশরা চাইছেন না এখানে ২-৩ কোটি টাকা খরচ করতে। তাই তারা তাদের বিদেশি কোচ আকবর নাওয়াজকে ছেড়ে দিয়েছে। এখনও পর্যন্ত ভালো কোনও ফুটবলারের সঙ্গে চুক্তিও করেনি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল