অ্যাপশহর

ইস্টবেঙ্গল নয়, ATK মোহনবাগানের সঙ্গে কথাবার্তা পাকা ব্রাইটের!

গত মরশুমেও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ব্রাইট। লিভারপুলের কিংবদন্তী ফুটবলার তথা এসসি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ রবি ফাওলারের জোরাজুরির কারণেই তিনি কার্যত ভারতে এসেছিলেন।

EiSamay.Com 3 Jan 2022, 10:32 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আরও একবার ইন্ডিয়ান সুপার লিগে ফেরার সম্ভাবনা দেখা দিচ্ছে নাইজেরিয়ার স্ট্রাইকার ব্রাইট এনবাখোরের। শীতকালীন উইন্ডোতেই তিনি আবারও ভারতের মাটিতে পা রাখতে পারেন।
EiSamay.Com Bright main
ইস্টবেঙ্গল দলের প্রাক্তন তারকা ব্রাইট এনবাখোরে, ছবি - টুইটার


গত মরশুমেও জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ব্রাইট। লিভারপুলের কিংবদন্তী ফুটবলার তথা এসসি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ রবি ফাওলারের জোরাজুরির কারণেই তিনি কার্যত ভারতে এসেছিলেন। একের পর এক ম্যাচ হারতে হারতে লাল-হলুদ ব্রিগেডের পিঠ যখন একেবারে দেওয়ালে ঠেকে গিয়েছিল, সেইসময়ই দলের মশাল নিজের হাতে তুলে নেন ব্রাইট এনবাখোরে। তাঁর চোখ ধাঁধানো গোল দলের সমর্থকদের মুখে অনেকটাই হাসি ফুটিয়েছিল।

২০২০-২১ ISL মরশুমে ব্রাইটের পারফরম্যান্স

ব্রাইট যোগ দেওয়ার পর কলকাতার এই শতাব্দীপ্রাচীন ক্লাব কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত আর পারেনি। লিগ টেবিলে ৯ নম্বরে থেকেই তারা যাত্রা শেষ করে। তবে ব্রাইট ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার পর রবি ফাওলার ব্রিগেড মরশুমের প্রথম জয়টা ছিনিয়ে আনতে পেরেছিল।

১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মরশুম শেষ করেছিল এসসি ইস্টবেঙ্গল। গোটা মরশুমে তারা মাত্র তিনটে ম্যাচ জিততে পেরেছিল। লাল-হলুদ ব্রিগেডের পারফরম্যান্স একেবারে বিবর্ণ হলেও ব্রাইটের পারফরম্যান্স যে যথেষ্ট উজ্জ্বল ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। নিজের জাত এবং দক্ষতা সবাইকে চিনিয়েছিলেন তিনি।


গত মরশুমে ১২টি ম্যাচের মধ্যে এই স্ট্রাইকার তিনটে গোল করেন এবং একটিতে সাহায্য করেন। টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার হিসেবেও তিনি মনোনীত হন। এটা খুব স্পষ্ট যে ব্রাইটের মতো একজন ফুটবলার দলে থাকলে যে কোনও দলের আক্রমণভাগ অনেকটাই শানিত হয়ে উঠবে।

চলতি মরশুমের শুরুতেও এসসি ইস্টবেঙ্গলের হাত ধরার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রাইট এনবাখোরে। কিন্তু, ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা এবং শ্রী সিমেন্টের মধ্যে ঝামেলার কারণে SCEB ম্যানেজমেন্ট কোনও ফুটবলারের চুক্তি পুনর্নবীকরণ করাতে পারছিল না। এই ঝামেলার কারণে চলতি মরশুমে ব্রাইটের ভবিষ্যতও যথেষ্ট অনিশ্চিত হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে তিনি দলের হাত ছেড়ে বিদেশি লিগে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে ক্লাব কর্তাদের এই ঝামেলার কারণে দলের যে আরও অনেক ক্ষতি হয়েছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ট্রান্সফারের খবর

প্রাথমিকভাবে শুনতে পাওয়া যাচ্ছিল যে ব্রাইটকে সই করানোর দৌড়ে এগিয়ে রয়েছেন চেন্নাইন এফসি এবং এসসি ইস্টবেঙ্গল। তবে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বলা যেতে পারে ATK মোহনবাগান আপাতত চুক্তি সম্পন্ন করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে।

উলভসের প্রাক্তন ফরোয়ার্ড গত নভেম্বর মাসেই কোভেন্ট্রি এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তারপর থেকে তিনি ফ্রি-এজেন্ট হিসেবেই রয়েছেন। একথা মাথায় রেখেই মেরিনার্সদের থিঙ্কট্যাঙ্ক তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে।

সূত্রের খবর, নাইজেরিয়ার এই স্ট্রাইকার আরও একবার ইন্ডিয়ান সুপার লিগে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য ATK মোহনবাগানের সঙ্গে কথাবার্তাও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। যদি সব ঠিকঠাক থাকে, তাহলে এই জানুয়ারি উইন্ডোতেই ব্রাইট সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিতে পারেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল