অ্যাপশহর

নবকলেবরে ফিরল ব্রাজিলের সাদা জার্সি

পঞ্চশের দশকের পরে ব্রাজিলের দ্বিতীয় জার্সি হিসেবে ফিরে আসছে সাদা রং। গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল সেই সফেদ জার্সি। উদ্বোধন করলেন নবীন ফুটবল নক্ষত্র ভিনিসিয়াস জুনিয়র।

EiSamay.Com 12 Apr 2019, 12:00 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পঞ্চশের দশকের পরে ব্রাজিলের দ্বিতীয় জার্সি হিসেবে ফিরে আসছে সাদা রং। গত মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল সেই সফেদ জার্সি। উদ্বোধন করলেন নবীন ফুটবল নক্ষত্র ভিনিসিয়াস জুনিয়র।
EiSamay.Com brazils old white jersey returns
নবকলেবরে ফিরল ব্রাজিলের সাদা জার্সি


ব্রাজিলের ভবিষ্যৎ প্রজন্মের প্রতিনিধি ভাবা হচ্ছে বলেই ভিনিসিয়াসকে মডেল করা হয়েছিলে দলের দ্বিতীয় জার্সি উন্মোচনে। পাশাপাশি, ব্রাজিলের জনপ্রিয় হলুদ জার্সিরও উদ্বোধন হয়েছে নবকলেবরে।

এদিন জার্সি উন্মোচন করতে মাদ্রিদ থেকে উড়ে এসেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কোপায় নেইমারের সঙ্গে জুটি বাঁধলেও জাতীয় দলের হয়ে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। জার্সি উন্মোচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভিনিসিয়াস বলেন, 'ঐতিহ্যবাহী জার্সি গায়ে চাপানো আমার জন্য সম্মান ও আনন্দের। বহু দিন এই সাদা জার্সি ব্যবহার করা হয়নি।'

ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয় ২০০২ সালে। কোপার শিরোপা জেতারও এক যুগ পেরিয়ে গিয়েছে। ২০০৭ সালে জেতা শিরোপাটা নিজেদের মাটিতে পুনরুদ্ধার করতে পারবেন কি নেইমার, ভিনিসিয়াসরা? এবার সাদা জার্সিতে ১৯১৯ সালের মতো ভাগ্য ফিরবে কি না, তাই নিয়ে জল্পনা চলেছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল