অ্যাপশহর

EURO কাপে কোন দলের ওপর বাজি ধরছেন বাইচুং ভুটিয়া?‌

বাইচুং ভুটিয়ার ফেভারিট হিসেবে ফ্রান্সকে বেছে নেওয়াটা একেবারেই অমূলক নয়। এই মুহূর্তে বিশ্ব ক্লাব ফুটবলে ফ্রান্সের ফুটবলাররাই আধিপত্য দেখিয়ে চলেছেন। তাছাড়া রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স।

Lipi 11 Jun 2021, 4:04 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : EURO কাপে গ্রুপ অফ ডেথ হিসেবে ‘‌এফ’‌ গ্রুপকেই চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। এই গ্রুপে ফ্রান্সের সঙ্গে রয়েছে জার্মানি, পর্তুগাল ও হাঙ্গেরি। এই মুহূর্তে ফুটবলের পাওয়ার হাউস হিসেবে ধরা হয় ফ্রান্স, জার্মানি, পর্তুগালের মতো দলকে। হাঙ্গেরির দুর্ভাগ্য, এই গ্রুপেই তাদের পড়তে হয়েছে। এই গ্রুপ থেকে সেরা একটা দল নক আউটের আগেই ছিটকে যাবে। কোন দুটি দল পরের রাউন্ডে যাবে সেটা সময়ই বলবে। তবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া এবার EUROর সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্সকেই বেছে নিয়েছে।
EiSamay.Com Bhaichung Bhutia
ইউরো কাপে ফ্রান্সকে সমর্থন করবেন ভাইচুং ভুটিয়া

ইউরো কাপ ২০২০ পূর্ণাঙ্গ তালিকা, দেখে নিন একনজরে
বাইচুং ভুটিয়ার ফেভারিট হিসেবে ফ্রান্সকে বেছে নেওয়াটা একেবারেই অমূলক নয়। এই মুহূর্তে বিশ্ব ক্লাব ফুটবলে ফ্রান্সের ফুটবলাররাই আধিপত্য দেখিয়ে চলেছেন। তাছাড়া রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সুতরাং EURO-তেও ফ্রান্স যে চমক দেখাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বাইচুং বলছিলেন, ‘‌জার্মানি, পর্তুগাল, হাঙ্গেরির সঙ্গে গ্রুপ অফ ডেথে থাকলেও এবারের EURO-তে আমি ফ্রান্সের ওপর বাজি ধরব। গোটা দলে দারুণ ভারসাম্য রয়েছে। সব বিভাগই শক্তিশালী। তাড়াছা ২০১৮ বিশ্বকাপে ওরা চ্যাম্পিয়ন।’
পাশের সোফায় কি থাকবে আমার ম্যাজিশিয়ান
ফ্রান্সকে ফেভারিট হিসেবে বেছে নেওয়ার পেছনে আরও যুক্তি দেখিয়েছেন বাইচুং। তিনি বলেন, ‘‌২০১৮ বিশ্বকাপে খেলা দলটাকেই ধরে রেখেছে ফ্রান্স। দলের মধ্যে বোঝাপড়া দারুণ। বিশ্ব ক্লাব ফুটবলে কিলিয়ান এমবাপে, পল পোগবা, ডেম্বেলে, এনগোলো কন্তেরা, গ্রিজম্যানরা দাপট দেখিয়েছে। এছাড়া দলে রয়েছে করিম বেঞ্জিমার মতো ফরোয়ার্ড। বেঞ্জিমা ও এমবাপে দিদিয়ের দেঁশ–র তুরুপের তাস হয়ে উঠতে পারে।’‌ ফ্রান্সকে ফেভারিটের তকমা দিলেও জার্মানি কিংবা পর্তুগালকেও খুব একটা পিছিয়ে রাখছেন না বাইচুং। ইতালিও চমক দিতে পারে বলে তিনি মনে করছেন।
ইউরোর টিমে রামোসকে রাখলেন না এনরিকে
এদিক, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দোহায় বাংলাদেশের বিরুদ্ধে ভারত জিতলেও দলের খেলায় সন্তুষ্ট নন বাইচুং। তিনি বলেন, ‘‌বাংলাদেশ আহামরি দল নয়। ওদের বিরুদ্ধে আরও ভাল খেলা উচিত ছিল। শুধুমাত্র সুনীলের গোল দুটি বলার মতো। এখনও ওর গোল করার খিদে দেখে ভালো লাগছে। আর এই বয়সে ফিটনেস যেভাবে ধরে রেখেছে, সত্যিই প্রশংসা করার মতো। তবে পরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জিততে গেলে ভারতকে আরও ভালো খেলতে হবে।’‌

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল