অ্যাপশহর

মেসিদের চিন্তা ডিফেন্স এবং সেই লেবানডস্কি

চ্যাম্পিয়ন্স লিগের লিসবন পর্ব শুরুর আগে যাতে কোনও ভাবেই করোনাভাইরাসের প্রকোপে না পড়তে হয়, তাই এই সতর্কতা। কারণ, মেসি-ছাড়া বার্সেলোনা মানে তো আইফেল টাওয়ার ছাড়া প্যারিস।

EiSamay.Com 14 Aug 2020, 5:45 pm
এই সময়: করোনাভাইরাস ঠেকাতে এক অদ্ভুত পদক্ষেপ নিয়েছেন লিওনেল মেসি। তাঁর বেডরুমে পেতেছেন বিশেষ এক বিছানা। নাম টেক মুন ম্যাট্রেস। আর দাম? ভারতীয় মূল্যে প্রায় ৯০ হাজার টাকা!
EiSamay.Com Bayern Munich and Barcelona meet in Champions League showdown
মেসিদের চিন্তা ডিফেন্স এবং সেই লেবানডস্কি


করোনা-পজিটিভ কেউ এই বিছানায় শোয়ার পর যদি ভাইরাস বিছানায় থেকে যায়, তা হলে তা বিশেষ টেকনোলজির মাধ্যমে মেরে ফেলবে এই বিছানা। চ্যাম্পিয়ন্স লিগের লিসবন পর্ব শুরুর আগে যাতে কোনও ভাবেই করোনাভাইরাসের প্রকোপে না পড়তে হয়, তাই এই সতর্কতা। কারণ, মেসি-ছাড়া বার্সেলোনা মানে তো আইফেল টাওয়ার ছাড়া প্যারিস।

অনেকে দাবি করছেন, কিকে সেতিয়েনের এই বার্সেলোনা আরও বেশি করে মেসির উপর নির্ভরশীল। এই অনেকের মধ্যে সামিল বার্সেলোনার প্রাক্তন জার্মান তারকা বার্ন্ড শুস্টার। তাঁর কথায়, 'আগে যত না ছিল, এখন বার্সেলোনা আরও বেশি করে মেসির উপর নির্ভর করে। আর মেসিও একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। বায়ার্ন ম্যাচও ও একা জেতাতে পারে।' সেতিয়েনের বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে অনেক সমালোচনা হলেও শুস্টার এখনও বলছেন, 'আমার ফেভারিট বার্সেলোনাই।'

শুক্রবার রাতের ম্যাচে যতই মেসিকে বেশি প্রাধান্য দিন শুস্টার, সেমিফাইনালের চাবিকাঠি আসলে বার্সেলোনা ডিফেন্ডারদের হাতে। পিকে-লেংলেতরা কতটা সফল ভাবে গোলমেশিন রবার্ট লেবানডস্কিকে থামাতে পারছেন, তার উপরেই নির্ভর করছে এই ম্যাচের ভাগ্য। সবচেয়ে বড় কথা, কোনও 'রিটেক' নেই। যা হবে একটা ম্যাচেই। আর চলতি মরসুমে লেবানডস্কির যা বিস্ফোরক পারফরম্যান্স তা অনেকটাই পিছনে ফেলে দিয়েছে মেসি-রোনাল্দোকে। ৩১ বছরের পোলিশ স্ট্রাইকার সব টুর্নামেন্ট মিলে ৪৪ ম্যাচে ৫৩ গোল করেছেন। মেসি সেখানে আটকে আছেন ৩১ গোলে।

লা লিগার শেষ দিকে বার্সেলোনা যে ভাবে ছোট টিমগুলোর বিরুদ্ধেও হোঁচট খেয়েছে, তা নিয়ে আশঙ্কায় থাকতে পারেন বার্সা সমর্থকরা। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলির বিরুদ্ধে অবশ্য সেতিয়েনের টিম খুব খারাপ খেলেনি। তার উপর এই ম্যাচে ফিরছেন বুস্কেতস। ফলে মাঝমাঠে বার্সেলোনার শক্তি কিছুটা বাড়বে। তবে বায়ার্ন টিম মোটেই একা লেবানডস্কির উপর নির্ভরশীল নয়। টমাস মুলার, লিওন গোরেৎজকা, জোশুয়া কিমিচের মতো তারকা আছেন। গ্রিয়াজমান তাই বার্সা টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, 'বায়ার্ন এখন খুব আত্মবিশ্বাসী এবং দারুণ খেলছে।'

এই ম্যাচ ঘিরেই আবার স্বপ্ন দেখছেন আলফন্সো ডেভিস। বায়ার্নের এই ১৯ বছরের কানাডিয়ান লেফট ব্যাক দ্রুত জায়গা করে নিয়েছেন প্রথম টিমে এবং খেলছেন দাপটে। উইংয়ে মেসিকে সামলানোর দায়িত্ব থাকবে তার উপর। ছোটবেলা থেকেই মেসি-ভক্ত ডেভিস যা নিয়ে উত্তেজিত। বলেছেন, 'এতদিন যার খেলা টিভিতে দেখে মুগ্ধ হতাম। এখন তাকেই সামলাতে হবে। মা-বাবাও কানাডা থেকে ফোন করে বলেছেন, এ বার ফেভারিট প্লেয়ারকে ডিফেন্ড করতে হবে।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল