অ্যাপশহর

মাস্ক ছাড়া ট্যাটু করিয়ে বিপাকে বুন্দেসলিগা তারকা

কোভিড বিধির তোয়াক্কা না করে ট্যাটু করানোয় এবার জরিমানা দিতে হচ্ছে বায়ার্ন মিউনিখ (Bayern Munich) তারকা টলিসোকে (Corentin Tolisso। ক্লাবের নিয়মাবলী না মানায় এই মিডফিল্ডারকে বুন্দেসলিগার একটি ম্যাচ থেকেও নির্বাসিত করা হয়।

EiSamay.Com 31 Jan 2021, 7:16 pm
EiSamay.Com Corentin Tolisso
ছবি সৌজন্যে- কোরেন্টিন টলিসোর টুইটার
এই সময় ডিজিটাল ডেস্ক: মাস্ক ছাড়া ট্যাটু করিয়ে বিপাকে পড়লেন বায়ার্ন মিউনিখ (Bayern Munich) তারকা কোরেন্টিন টলিসো (Corentin Tolisso)। করোনা বিধি উড়িয়ে শরীরে ট্যাটু করার অপরাধে শাস্তি পেতে হল এই মিডফিল্ডারকে। কেবলমাত্র জরিমানাই নয়, একটি ম্যাচ থেকেও নির্বাসিত করা হয় তাঁকে।

বায়ার্ন মিউনিকের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ক্লাবের নিয়মাবলির তোয়াক্কা না করেই টলিসো শরীরে ট্যাটু করিয়েছেন। সেই সময় তাঁর মুখে কোনও মাস্ক ছিল না। কোভিড বিধি অনুযায়ী যা একেবারেই অনুচিত। এর জেরে শনিবার বুন্দেসলিগায় হফেনহেইমের বিরুদ্ধে মাঠে নামতে দেওয়া হয়নি টলিসোকে। ম্যাচটি বায়ার্ন ৪-১ গোলে জিতেছে।

ঘটনার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় টলিসোর পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে। ট্যাটু আঁকানোর সময় তোলা সেই ছবিতে বায়ার্নের এই মিডফিল্ডার এবং তাঁর ট্যাটু আর্টিস্ট কারও মুখেই মাস্ক ছিল না। পাশাপাশি, জার্মানিতে লকডাউন জারি থাকা সত্ত্বেও ট্যাটু পার্লারটি খোলা রয়েছে কেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
বার্সেলোনার ত্রাতার ভূমিকায় আবারও সেই মেসি
বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইজ রামেনেজের কথায়, 'লকডাউন এবং করোনা সংক্রমণ থাকা সত্ত্বেও বুন্দেসলিগার ম্যাচগুলি আয়োজন করা সম্ভব হচ্ছে। কিন্তু, কোভিড বিধি না মানলে খেলোয়াড়, কোচ, সুপারভাইজার কেউই শাস্তির ঊর্ধ্বে নয়। এদিকে গোটা ঘটনার জন্য টুইটারে ক্ষমা চেয়েছেন টলিসো। ক্লাব এবং তাঁর সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখপ্রকাশ করেছেন এই তারকা ফুটবলার।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল