অ্যাপশহর

করোনার হাহাকার, প্রয়াত ATK Mohun Bagan-এর গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের মা

বর্তমানে গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। প্রতিদিন হাজার হাজার লোক প্রাণ হারাচ্ছেন। দেশে অক্সিজেনের ঘাটতিও রয়েছে ব্যাপক হারে। এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে মাতৃহারা হলেন ATK Mohun Bagan-এর গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

EiSamay.Com 10 May 2021, 5:18 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : আরও একটা প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। আজ মাতৃহারা হলেন ATK Mohun Bagan-এর গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। বিগত কয়েকদিন ধরেই কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, সকাল সওয়া ৬টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
EiSamay.Com Arindam Bhattacharya
মায়ের সঙ্গে অরিন্দম ভট্টাচার্য, ছবি সৌজন্য - টুইটার


গতবছরই বাবাকে হারিয়ে ছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের অতন্দ্র প্রহরী। বিগত কয়েকদিন ধরেই তাঁর মা অসুস্থ ছিলেন। সেকারণে তিনি আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন অরিন্দম। কিন্তু, শেষরক্ষা হল না।

অন্যদিকে ATK Mohun Bagan দলের দুই প্রধান ফুটবলার এবার করোনায় আক্রান্ত হলেন। ক্লাবের সূত্র থেকে জানা গেছে, এটিকে মোহনবাগান দলের যে ফুটবলাররা রয়েছেন, তাঁদের প্রত্যেকের কোভিড পরীক্ষা করানো হয়েছিল। আজ সেই রিপোর্ট হাতে এসেছে। সেখানেই জানা গেছে, প্রবীর এবং শেখ সাহিল করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে AFC কাপ স্থগিত রাখল এশিয়ান ফুটবল কনফেডারেশন। রবিবার দুপুরে স্থগিত রাখার কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। ATK Mohun Bagan সহ অন্যান্য ক্লাবকেও জানিয়ে দেওয়া হয়েছে।

AFC কাপের প্লে-অফের ম্যাচ খেলতে শুক্রবার মালদ্বীপ পৌঁছয় বেঙ্গালুরু এফ সি। শনিবার তারা মালেতে অনুশীলনও করে। মালেতে পৌঁছে মালদ্বীপ সরকারের করোনা বিধি লঙ্ঘন করেন সুনীল ছেত্রীরা। কী ধরণের বিধি বেঙ্গালুরু এফ সি ফুটবলাররা লঙ্ঘন করেছেন তা পরিষ্কার নয়। তবে মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আহমেদ মাহলফ জানিয়েছেন, বেঙ্গালুরু এফ সি–র ফুটবলারদের আচরণ প্রত্যাশিত নয়। ফুটবলাররা মলদ্বীপ সরকারের করোনা বিধি লঙ্ঘন করেছেন। তাঁদের দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, প্রতিযোগিতা স্থগিত হয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ATK Mohun Bagan কর্তারা। কারণ তাঁদের পক্ষে দল পাঠানো কঠিন হয়ে পড়েছিল। প্রবীর দাস, সেখ সাহিলরা করোনা আক্রান্ত। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা মালদ্বীপ যেতে পারতেন না। তাই AFC–কে বারবার প্রতিযোগিতা স্থগিতের আবেদন জানিয়েছিল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল