অ্যাপশহর

তালিবান আতঙ্কে দেশত্যাগ! বিমান থেকে পড়ে মৃত্যু জাতীয় দলের আফগান ফুটবলারের

বন্দুকের নলের আতঙ্ক থেকে পালাতে গিয়ে মৃত্যুর মুখে জাতীয় দলের ফুটবলার...তালিবানি আগ্রাসন থেকে প্রাণ বাঁচিয়ে পালানোর প্রবল চেষ্টা। ছবি ভাইরাল হতেই স্তম্ভিত গোটা বিশ্ব...

EiSamay.Com 19 Aug 2021, 11:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তালিবান আতঙ্কে প্রতিভার অপমৃত্যু। দেশ ছাড়তে গিয়ে বিমান থেকে পড়ে মৃত্যু আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলারের। কাবুল জুড়ে ছড়িয়ে আতঙ্কের ছবি। দেশ ছাড়তে মরিয়া হয়ে বিমানের চাকায় উঠে বসা হতভাগ্যদের দলে ছিলেন, আফগানিস্তানের জাতীয় যুব ফুটবল দলের অন্যতম সদস্য জাকি আনওয়ারি।
EiSamay.Com Zaki-Anwari-Footbaler-Afghanistan1


ওই আসছে তালিবান। আতঙ্কে কাঁপতে থাকা আফগানিস্তানের মরিয়া চেষ্টা ও মর্মান্তিক পরিণতির সাক্ষী গোটা বিশ্ব। যেনতেন প্রকারে দেশ ছাড়ার লক্ষ্যে হাত ছেড়ে গেল জীবনেরই। মাঝআকাশে প্লেন থেকে খসে পড়ে মৃত্যু দুই আফগান কিশোরের। হতভাগ্য দুইয়ের পরিচয় সামনে আসতেই আরও একবার শিউরে উঠল গোটা বিশ্ব। বিমান থেকে পড়ে মৃতরা আসলে সহোদর। তালিবান বন্দুকের নল থেকে বাঁচতে চেপে ধরেছিলেন মার্কিন বিমানের চাকা। টেক অফ সফল হলেও মাঝআকাশে উঠতেই ছেড়ে যায় দুই ভাইয়ের হাত। বিমান থেকে সপাটে মাটিতে আছড়ে পড়ে মর্মান্তিত মৃত্যু ১৭ বছরের Zaki Anwari আর তার ১৬ বছরের ভাই কবীরের।

বৃহস্পতিবার মৃতদের শনাক্তকরণ সম্পূর্ণ হতেই জানা গেল জাকির আসল পরিচয়। চোখ ধাঁধানো ড্রিবলের জন্য পরিচিত ছিল জাকি আনওয়ারি। প্রতিভার এমন অকাল মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।

তালিবান আফগানিস্তানে ক্ষমতায় আসতেই হাজার হাজার আফগান নাগরিক কাবুলের হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভিড় জমিয়েছে। সকলেই চাইছে কাবুল ছেড়ে পালাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোঁড়ে মার্কিন সেনারা। দেশ ছাড়ার তাড়নায় বুধবার হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পদপৃষ্ট হয়ে মারা গেলেন প্রায় ১৭ জন। আহত বহু। উল্লেখ্য, তালিবানের ভয়ে কাবুল বিমানবন্দরে আশ্রয় নিয়েছে অনেকেই। প্রাণ বাঁচানোর জন্য রীতিমতো হুড়োহুড়ি চলছে সেখানে। মাঝেমধ্যেই ভেসে আসছে শুধু গুলি আর আর্তনাদের শব্দ। মার্কিন সেনার কাছে আফগানবাসীরা আর্তি জানিয়ে বলছেন, ‘তালিবান আসছে... আমাদের বাঁচান’। কাঁটাতারের বেড়ার ওপ্রান্তে দাঁড়ানো সৈন্যেরও উপায় নেই। অর্ডার নেই যে! স্বাভাবিকভাবে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। এদিনের ঘটনায় চাঞ্চল্য আরও বাড়ল। সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার থেকে প্রায় ৪০ জন আফগানবাসী মারা গিয়েছেন বিমানবন্দর চত্বরে।

পরের খবর