অ্যাপশহর

রেকর্ড অর্থের বিনিময়ে আরও এক মরশুম সবুজ মেরুনেই রয় কৃষ্ণা

​রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য মুম্বই সিটি এফসি–ও দারুণভাবে ঝাঁপিয়েছিল। এফসি ইস্টবেঙ্গলও তাঁকে চেয়েছিল। মুম্বইয়ের সঙ্গে তাঁর কথাবার্তাও অনেকদূর এগিয়েছিল

Lipi 7 May 2021, 2:34 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এই মরশুমে যে কোনও মূল্যে দলের সেরা স্ট্রাইকার রয় কৃষ্ণাকে ধরে রাখার জন্য মরিয়া ছিল এটিকে–মোহনবাগান (ATK-Mohanbagan) শিবির। অবশেষে লক্ষ্যে সফল বাগান কর্তারা। বৃহস্পতিবারই ফিজির এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত হল এটিকে–মোহনবাগান কর্তাদের। রেকর্ড অর্থের বিনিময়ে আরও এক মরশুম পুরনো ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন রয় কৃষ্ণা। গত মরশুমের তুলনায় দ্বিগুণ অর্থ পাচ্ছেন তিনি।
EiSamay.Com a atkmb extend krishnas contract before afc cup
রেকর্ড অর্থের বিনিময়ে আরও এক মরশুম সবুজ মেরুনেই রয় কৃষ্ণা


রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য মুম্বই সিটি এফসি–ও দারুণভাবে ঝাঁপিয়েছিল। এফসি ইস্টবেঙ্গলও তাঁকে চেয়েছিল। মুম্বইয়ের সঙ্গে তাঁর কথাবার্তাও অনেকদূর এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বই সিটি এফসি–কে পেছনে ফেলে বাজিমাত করল এটিকে–মোহনবাগান। প্রায় সাড়ে ৫ কোটি টাকার বিনিময়ে তিনি সবুজমেরুণে সই করলেন। গতবছর বাগান থেকে তিনি পেয়েছিলেন প্রায় তিন কোটির কাছাকাছি। এর আগে ভারতীয় ফুটবলের ইতিহাসে এই পরিমান অর্থ পাননি কোনও ফুটবলার।

দুবছর আগে এটিকে–র হয়ে খেলতে এসেছিলেন রয় কৃষ্ণা। তাঁর হাত ধরেই আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। গত মরশুমে তাঁর দুরন্ত পারফরমেন্সের জন্যই ফাইনালে উঠেছিল এটিকে–মোহনবাগান। মনবীর সিং ও ডেভিড উইলিয়ামসের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তুলেছিলেন। ২৩ ম্যাচে গোল করেছিলেন ১৪টি। সতীর্থদের দিয়ে ৮টি গোল করিয়েছিলেন। অনেক ম্যাচে একার কাঁধে দলকে জিতিয়েছিলেন। কিন্তু ফাইনালে শেষরক্ষা হয়নি। মুম্বই সিটি এফসি–র কাছে ফাইনালে হেরে চ্যাম্পিয়নের স্বপ্নভঙ্গ হয়। এবছর দলকে চ্যাম্পিয়ন করার জন্যই এটিকে–মোহনবাগানে আরও একবছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।

১০ মে মলদ্বীপে এএফসি কাপ খেলতে যাচ্ছে এটিকে–মোহনবাগান। রয় কৃষ্ণার যাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। আস্তে আস্তে সেই অনিশ্চয়তা কাটছে। করোনার জন্য ফিজিতে বেশ কিছুদিন ধরে লক ডাউন চলছিল। এই শুক্রবার সেই লক ডাউন উঠে যাচ্ছে। এটিকে–মোহনবাগান কর্তাদের আশা, মলদ্বীপে যেতে অসুবিধা হবে না রয় কৃষ্ণার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল