অ্যাপশহর

২০১৮ বিশ্বকাপে নেই তিকিতাকা? স্পেন নিয়ে আশঙ্কা FIFA-র সিদ্ধান্তে

পর্তুগাল, ইরান ও মরক্কোর সঙ্গে গ্রুপ B-তে রয়েছে স্পেন

EiSamay.Com 16 Dec 2017, 4:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ২০১৮ FIFA বিশ্বকাপের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইতিমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলির গ্রুপ ভাগ করে ঘোষণা হয়ে গিয়েছে। ফুটবল বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে গ্রুপ B ও F-কে ‘গ্রুপ অব ডেথ’ বলা যেতে পারে। কিন্তু, এই সম্ভাবনা এবার কমে আসছে। কারণ ২০১৮ ফুটবল বিশ্বকাপে স্পেনের অংশ নেওয়া নিয়েই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
EiSamay.Com  fifa
২০১৮ বিশ্বকাপে নেই তিকিতাকা? স্পেন নিয়ে আশঙ্কা FIFA-র সিদ্ধান্তে


পর্তুগাল, ইরান ও মরক্কোর সঙ্গে গ্রুপ B-তে রয়েছে স্পেন। কিন্তু, স্পেনের ফুটবল সংস্থার নির্বাচনে সে দেশের সরকারের নাক গলানো নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছে FIFA। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার মতে, স্পেনের ফুটবল প্রেসিডেন্টের নির্বাচনে দেশের রাজনীতির স্পষ্ট প্রভাব রয়েছে। এর জেরে আগামী বিশ্বকাপ থেকে স্পেন নির্বাসিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পড়ুন: ২০১৮ বিশ্বকাপে কঠিন গ্রুপে পর্তুগাল-জার্মানি

গত ১ ডিসেম্বর স্পেনের ফুটবল সংস্থার প্রেসি়ডেন্ট জুয়ান লুইস লারেরা FIFA কর্তাদের সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু, সেই বৈঠকেও ইতিবাচক কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গতকাল অর্থাৎ শুক্রবার FIFA-র তরফে চিঠি দিয়ে নিজেদের উদ্বেগের বিষয়ে স্পেনের ফুটবল সংস্থাকে জানানো হয়েছে।



FIFA বিশ্বকাপে সবচেয়ে সফল দলগুলির মধ্যে অন্যতম স্পেন। স্পেনীয়দের তিকিতাকা স্টাইল ফুটবলের সেরা বিনোদনগুলির মধ্যে ধরা হয়। মোট ১৪ বার FIFA বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে স্পেন। ২০১০ সালে তারা বিশ্বকাপ জয় করে। কিন্তু, আগামী বিশ্বকাপে স্পেনের পুনরায় বিশ্বসেরা হওয়ার স্বপ্ন অধরা থেকে যেতে পারে।
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল