অ্যাপশহর

প্রয়াত প্রাক্তন FIFA সভাপতি জোয়াও হ্যাভেল্যাঞ্জ

প্রয়াত হলেন প্রাক্তন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেল্যাঞ্জ। বয়স হয়েছিল ১০০ বছর। মঙ্গলবার রিও ডি জেনেইরোর সামারিতানো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

EiSamay.Com 16 Aug 2016, 7:10 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেল্যাঞ্জ। বয়স হয়েছিল ১০০ বছর। মঙ্গলবার রিও ডি জেনেইরোর সামারিতানো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
EiSamay.Com  fifa
প্রয়াত প্রাক্তন FIFA সভাপতি জোয়াও হ্যাভেল্যাঞ্জ


গত কয়েক মাস যাবত বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন হ্যাভেল্যাঞ্জ। শ্বাসকষ্টের জন্য বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমেছে।

ব্রাজিলের প্রাক্তন অলিম্পিক সাঁতারু এবং ওয়াটারপোলো দলের সদস্য হ্যাভেলাঞ্জই ফিফা-র প্রথম সভাপতি যিনি ইউরোপের বাইরের কোনও দেশের নাগরিক ছিলেন। তাঁর হাত ধরেই সংস্থার দৃষ্টান্তমূলক রূপান্তর ঘটে। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাকে আর্থিক ভাবে চূড়ান্ত সফল করার পেছনেও ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা।

ফিফা প্রধান হিসেবে নাগাড়ে ২৪ বছর দায়িত্ব পালন করার পরে ২০১৩ সালে দুর্নীতির অভিযোগের মাঝেই সংস্থার সাম্মানিক সভাপতি পদ থেকে পদত্যাগ করেন জোয়াও হ্যাভেল্যাঞ্জ। তাঁর নামেই নামাঙ্কিত হয়েছে রিও-র এনগেনহাও স্টেডিয়াম, যেখানে বর্তমানে অলিম্পিকস-এর বিভিন্ন ইভেন্ট আয়োজিত হচ্ছে।
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল