অ্যাপশহর

সন্ত্রাসী কবলমুক্ত ফুটবলার মাজিদের পাশে দাঁড়াচ্ছেন ভাইচুং

বন্দুক ছেড়ে পুলিশের কাছে সদ্য আত্মসমর্পণ করা কাশ্মীরি যুবক মাজিদ খানকে ফুটবলের প্রশিক্ষণ দিতে চান ভাইচুং ভুটিয়া।

EiSamay.Com 18 Nov 2017, 8:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বন্দুক ছেড়ে পুলিশের কাছে সদ্য আত্মসমর্পণ করা কাশ্মীরি যুবক মাজিদ খানকে ফুটবলের প্রশিক্ষণ দিতে চান ভাইচুং ভুটিয়া। ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক ভাইচুং নিজেই এই প্রস্তাব দিয়েছেন।
EiSamay.Com
সন্ত্রাসী কবলমুক্ত ফুটবলার মাজিদের পাশে দাঁড়াচ্ছেন ভাইচুং


কিছুদিন আগে অবধিও ফুটবলই ছিল মাজিদের নেশা। জম্মু-কাশ্মীর ফুটবল টিমের হয়ে, তেকাঠির সামনে দাঁড়িয়ে বিপক্ষের আক্রমণ বুক পেতে সামলেছে। ঘটনাচক্রে সেই ছেলেই ফুটবল ছেড়ে হাতে বন্দুক তুলে নিয়েছিল। ভিড়েছিল গিয়ে লস্কর-ই-তৈবায়। গত সপ্তাহে আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাজিদের একটি ছবি থেকেই জানাজানি হয় তার লস্করে যোগ দেওয়ার কথা।

ছেলের এমন পরিণতি দেখে অসুস্থ হয়ে পড়েন বাবা। মানসিক ভাবে ভেঙে পড়েন তার মাও। সেই মায়ের কাতর আর্জিতেই বন্দুক-সহ এই কাশ্মীরি যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

কাগজে মাজিদ খানের খবর পড়েই জম্মু-কাশ্মীর ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করেন ভাইচুং। মাজিদকে তাঁর দিল্লির ফুটবল অ্যাকাডেমিতে এনে তিনি প্রশিক্ষণ দিতে চান।
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল