অ্যাপশহর

এবার দুটো লিগ, চিন্তা কমল না দুই প্রধানের

নতুন ফুটবল মরসুমে কোনওভাবেই আইএসএল এবং আই লিগ মিলছে না৷ অক্টোবরে দেশে যুব বিশ্বকাপ মিটে গেলে পরের মরসুমের আগে দুই লিগের সংযুক্তিকরণ নিয়ে ফের কাজ শুরু হতে পারে৷

EiSamay.Com 8 Jun 2017, 11:34 am
এই সময়: নতুন ফুটবল মরসুমে কোনওভাবেই আইএসএল এবং আই লিগ মিলছে না৷ অক্টোবরে দেশে যুব বিশ্বকাপ মিটে গেলে পরের মরসুমের আগে দুই লিগের সংযুক্তিকরণ নিয়ে ফের কাজ শুরু হতে পারে৷ ফলে কুয়ালা লামপুরের এএফসি ডার্বিতে আইএসএল-আই লিগের ক্লাবগুলোর অদৃশ্য ম্যাচ যেন ড্র হয়ে গেল৷
EiSamay.Com
এবার দুটো লিগ, চিন্তা কমল না দুই প্রধানের


বুধবার কুয়ালা লামপুরে এএফসির সদর দন্তরে ভারতীয় ফুটবলের কর্তাদের নিয়ে সভায় এএফসি সচিব উইন্ডসর জন দুই লিগের সংযুক্তিকরণের কোনও রোডম্যাপও করে দেননি৷ এ বার কী ভাবে এআইএফএফ এগোবে, তা ক্লাবগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন তাঁরা৷ এএফসি সচিব সংস্থার ওয়েবসাইটে বিবৃতিতে শুধু বলেন, ‘ঐতিহ্যশালী ক্লাবদের সঙ্গে নতুন ক্লাবদের শক্তি কাজে লাগাতে হবে৷’একেবারে সরাসরি কিছু না বললেও ওই মন্তব্য থেকে দুটো ব্যাপার বেরিয়ে আসছে৷ এক, এএফসি ভারতে একটা লিগেরই পক্ষপাতী৷ দুই, আইএসএলকে তারা এখনই স্বীকৃতি দিতে রাজি নয়৷ তিন, বল ফের রিলায়েন্সের হাত ধরা এআইএফএফের কোর্টে৷

দুটো পরিস্থিতিতে মোহনবাগান, ইস্টবেঙ্গল, আইজল এফসির মতো আই লিগের ক্লাবদের সামান্য ‘জয়’ মনে হলেও, বেশি উল্লাসের কারণ নেই৷ আইএসএল টিমগুলোর ‘জয়’, মোহন-ইস্টকে আইএসএল টিমের সঙ্গে খেলতে দেওয়ার কথা বলা হয়নি৷ তা ছাড়া দুই প্রধানের সামনে ফের আশঙ্কার কালো মেঘ৷ এ বারের সব দায়িত্ব থাকছে স্পনসরদের সমর্থক ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের হাতে৷ তিনি আবার আজ বৃহস্পতিবারই মুম্বইয়ে ওয়ার্কিং কমিটির সভা ডেকেছেন৷ অনেক ক্লাবের আশঙ্কা , সেখানে প্রফুল্ল প্যাটেল ভাইচুং ভুটিয়ার ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবমতো এ বার দুটো লিগকে এক সঙ্গে চালানোর দিকেই ঝুঁকতে পারেন৷ এটা কার্যকর করতে তিনি গড়ে দিতে পারেন একটা কমিটিও৷ কারণ এর আগে ফেডারেশনের যে কোনও বিতর্কিত বিষয়েই নিজে মত দেননি প্রফুল্ল৷ চাপিয়েছেন কোনও কমিটির ঘাড়ে৷

ভাইচুং এএফসি সভার আগে বলেছিলেন , সারা দেশে এক লিগ না হলে দ্বিতীয় প্রস্তাব হিসেবে সমান্তরাল লিগ চালানো যেতে পারে৷ তাঁদের যুক্তি ছিল, দুটো লিগ এক সঙ্গে চললে প্রচুর ফুটবলার খেলার সুযোগ পাবেন৷ ফুটবলারদের বেকারত্ব কমবে৷ ঘটনা হল, এ ভাবে সমান্তরাল লিগ হলে আই লিগের গুরুত্ব একেবারে কমে যাবে৷ সেখানে দেশের সেরা তারকাদের খেলার সম্ভাবনা কমে যাবে৷ স্বাভাবিক কারণেই সুনীল ছেত্রী, দেবজিত্ মজুমদার, লিংডো, মেহতাব, অর্ণব মণ্ডলদের সঙ্গে সোনি নর্দে, কাতসুমিরা বেশি টাকায় যোগ দেবেন আইএসএলের টিমে৷ আই লিগের ক্লাবদের খেলতে হবে দ্বিতীয় সারির ফুটবলার নিয়ে৷ ফলে আই লিগের জনপ্রিয়তা আরও কমবে৷

এই আশঙ্কা থেকেই এএফসির সভার পরই মোহনবাগান -ইস্টবেঙ্গলের তরফে এআইএফএফের কাছে অনুরোধ জানানো হয়েছে, ১২ জুন আই লিগের টিমদের নিয়ে আলোচনায় বসেই যেন ২০১৭-১৮ মরসুমের লিগের ফর্ম্যাট করা হয়৷ ফেডারেশনকে দেওয়া চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, উইন্ডসর জন নির্দেশ দিয়েছেন যেন আই লিগের ক্লাবদের নিয়ে বসে তবেই এ মরসুমের লিগের ফর্ম্যাট ঠিক করে এআইএফএফ৷

কুয়ালা লামপুরের সভার পর খুশি নয় আইএসএলের টিমগুলোও৷ কয়েক সন্তাহ আগে বাহরিনে এএফসি কংগ্রেসে আইএসএলের কিছু কর্তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন প্রফুল্ল৷ সেখানে আইএসএলের পক্ষে দরবার করেছিলেন, এএফসি টুর্নামেন্টে ভারতের একটা কোটা বাড়ানোর৷ যেটা আইএসএলের চ্যাম্পিয়নের জন্য বরাদ্দ করার কথা ভেবেছিল ফেডারেশন৷ কিন্ত্ত এ দিনের সভায় সেই কোটা বাড়ানোর প্রসঙ্গই ওঠেনি৷ এএফসি সচিব কুশল দাস অবশ্য আইএসএলের পক্ষে সওয়াল করেন৷ এমনও বলেন, আইএসএল না হলে স্পনসর সরে যেতে পারে৷ মামলা হতে পারে৷ তবে তাতে কোনও লাভ হয়নি৷ একটি কর্পোরেট সংস্থা দেশের লিগ চালাবে এটা নাকি এএফসি মেনে নিচ্ছে না৷ মোহনবাগান অর্থসচিব দেবাশিস দত্ত ও ইস্টবেঙ্গলের দুই কর্তা ডাঃ প্রণব দাশগুপ্ত এবং ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত যখন তাঁদের ক্লাবের শতবর্ষের ইতিহাস, দায়বদ্ধতা ও ভারতীয় ফুটবলে তাঁদের ক্লাবের অবদানের দিক তুলে ধরেন, তখন আইএমজিআরের তরফে সুন্দর রমণ, চিরাগ তান্না তুলে ধরেন আইএসএলের মাধ্যমে ফুটবলে নয়া দক্ষতা, বিনিয়োগ, মার্কেটিং ও প্রোমোশনাল দিককে ঢোকানোর কথাও৷ যা শুনে এএফসি সচিব রায় দেন, আগামী দিনে ভারতে এমন একটা লিগ করতে হবে, যেখানে ইতিহাস, অবদানের সঙ্গে নয়া ভাবনা , বিনিয়োগও থাকবে৷ লিগ এমন হবে যা জাতীয় টিমের উন্নয়নের কাজে লাগবে৷ স্পষ্ট রায় নয় অবশ্যই৷ ফলে সভার নিট ফল, প্রাথমিক ভাবে শূন্য৷ আপাতত ভারতে যেমন দুটো লিগ চলছে সেটা এ বারও চলবে৷ এবং যে জন্য আগামী দিনেও চরম টানাপোড়েন চলবে ভারতীয় ফুটবলে৷
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল