অ্যাপশহর

বাগান তছনছ করে আই লিগের স্বপ্ন আইজলের

আর মাত্র একটি করে ম্যাচ বাকি। শেষ লেগের আগে তিন পয়েন্টের লিড নিয়ে অনেকটাই স্বস্তিতে আইজল এফসি।

EiSamay.Com 22 Apr 2017, 5:44 pm
আইজল ১ : মোহনবাগান ০
EiSamay.Com
বাগান তছনছ করে আই লিগের স্বপ্ন আইজলের

(রালতে ৮৩’)


এই সময় ডিজিটাল ডেস্ক: আর মাত্র একটি করে ম্যাচ বাকি। শেষ লেগের আগে তিন পয়েন্টের লিড নিয়ে অনেকটাই স্বস্তিতে আইজল এফসি। নিজেদের ঘরের মাঠে সম্ভাব্য চ্যাম্পিয়ন মোহনবাগানকে একমাত্র গোলে হারিয়ে লিগ জয়ের অনেকটা কাছে পৌঁছে গেল আইজল। গত বছর লেস্টার সিটি যে ভাবে ধূমকেতুর মতো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল, এ বছর আই লিগের ক্ষেত্রেও তেমন উত্থান আইজলের। সে জন্যই হয়তো এই ক্লাবকে ‘ভারতের লেস্টার’ বলে ডাকা হচ্ছে।

মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি এবং ঘরের মাঠের সমর্থন — এই তিন অ্যাডভান্টেজ নিয়েই খেলতে নেমেছিল আইজল। প্রতি ম্যাচের মতো মাঠ ভরাতে আইজলের সমর্থকবাহিনী উপস্থিত ছিল। ভালো ম্যাচ দেখার আশায় সকলেই বসে ছিলেন। তবে প্রথম থেকেই দু’ দল নিজেদের ঘর গুছিয়ে খেলা শুরু করে। ফল স্বরূপ, আক্রমণাত্মক খেলা দূরস্থান, সারা ক্ষণ ম্যাড়ম্যাড়ে মেঘলা টিপটিপে অলস বৃষ্টির দুপুরের মতো খেলা গড়ায় প্রথমার্ধে। কোনও দলই গোল খেতে চায়নি। খেলা বারবার হারিয়ে গিয়েছে পায়ের জঙ্গলে।

দ্বিতীয়ার্ধে মেঘ কেটে রোদ ওঠে ঠিকই, কিন্তু মোহনবাগান গা ঝাড়া দিয়ে উঠতে পারেনি। উল্টে আইজল আক্রমণাত্মক হয়ে ওঠে। খেলা শেষের ১০ মিনিট আগে পর পর তিনটি কর্নার পায় আইজল। খেলা তখন বাগানের পেনাল্টি বক্সের মধ্যে চলছে। তৃতীয় কর্নারে জোটিয়া রালতের জোরালো হেড দেবজিত্‍কে পরাস্ত করে জড়িয়ে যায় জালে। মাঠে উপস্থিত প্রায় ১১ হাজার দর্শকের চিত্কা‍র তখন যেন বাধভাঙা। ম্যাচের ৯১ মিনিটে সহজ গোলের সুযোগ মিস করে আইজল।

১৭ ম্যাচের শেষে আইজল দাঁড়িয়ে ৩৬ পয়েন্টে। সমসংখ্যক ম্যাচ খেলে মোহনবাগানের সংগ্রহ ৩৩। বাকি আর মাত্র ১টি ম্যাচ। আইজল খেলবে লাজংয়ের বিরুদ্ধে। মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী চেন্নাই সিটি। আইজলের দরকার ১ পয়েন্ট। মোহনবাগানকে ম্যাচ জিতেও তাকিয়ে থাকতে হবে আইজলের ম্যাচের ফলের দিকে। পয়েন্ট টেবলের হিসাবে আর কোনও দলের পক্ষে লিগ জেতা সম্ভব নয়। অপেক্ষা আর কিছু দিনের। তার পরই জানা যাবে আইজল ভারতীয় ফুটবলের লেস্টার হয়ে উঠতে পারল কিনা।
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল