অ্যাপশহর

লাজংকে লেস্টার হয়ে উঠতে দিতে চান না ইস্টবেঙ্গল কোচ

ফুটবলের আশীর্বাদই কি আজ অভিশাপ হয়ে উঠতে পারে ট্রেভর মর্গ্যানের জীবনে?

EiSamay.Com 4 May 2016, 10:46 am
পার্থ দত্ত
EiSamay.Com
লাজংকে লেস্টার হয়ে উঠতে দিতে চান না ইস্টবেঙ্গল কোচ


ফুটবলের আশীর্বাদই কি আজ অভিশাপ হয়ে উঠতে পারে ট্রেভর মর্গ্যানের জীবনে?

মঙ্গলবার রাতেই ইপিএলে নতুন চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার সিটি৷ ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ মনে করেন, লেস্টারের চ্যাম্পিয়ন হওয়াটা ফুটবল বিশ্বের কাছে আশীর্বাদ৷ মর্গ্যানের কথায়, ‘একটা কম বাজেটের টিমের সাফল্য পাওয়া মানে অনেকের কাছে তা অনুপ্রেরণা৷ লেস্টার সেটাই করে দেখাল৷’

তুলনায় আসে না, তবু ভারতীয় ফুটবলে শিলংয়ের লাজং এফসিকে তো লেস্টার বলা যেতেই পারে৷ কম বাজেটের একটা টিম৷ একঝাঁক নতুন ছেলেকে নিয়ে গত সাত বছর ধরে ভারতীয় ফুটবলের মানচিত্রে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এই টিম৷ ভারতীয় ফুটবলের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল-মোহনবাগান, ইস্টবেঙ্গল, সালগাওকরদের প্রায়ই থমকে দিয়ে চমক দিচ্ছে৷ শিলংয়ের এই টিমের কোচ থাংবই সিংতো বলছিলেন, ‘আইজল এফসির নেমে যাওয়া, রাংদাজিয়েদ,রয়্যাল ওয়াহিংডোর মতো ক্লাবরা প্রায় বন্ধ হয়ে যাওয়ার জায়গায় চলে যাওয়ায় ভারতের পাহাড়ি ফুটবল অস্তিত্ব ছিল সঙ্কটে৷ পুরো পাহাড় তাই তাকিয়ে আমাদের দিকে৷ আমরা যদি ভালো ফল করতে পারি, তাহলে তা ভারতীয় ফুটবলের পক্ষেই আশীর্বাদ৷’

লাজংয়ের ভালো করার প্রথম সিঁড়ি টপকানোর ম্যাচ বুধবার৷ বারাসত স্টেডিয়ামে তাদের সামনে ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠার হাতছানি৷ মর্গ্যানের ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করলেই তারা সেই যোগ্যতা অর্জন করবে প্রথম পর্বের ম্যাচে ২-১ জিতে থাকায়৷ লেস্টারকে ফুটবলের আশীর্বাদ বললেও লাজংকে সেই জায়গা করতে দিতে নারাজ মর্গ্যান৷ মাত্র সাত দিনের মধ্যে শিলংয়ের মাঠে সিংতোর টিমের কাছে দু দু’বার (আই লিগ ও ফেডারেশন কাপে) হারলেও বারাসতের মাঠে নামার আগে ইস্টবেঙ্গল কোচের গলায় আরোপিত আত্মবিশ্বাস৷ ‘অ্যাওয়ে ম্যাচে আমরা হেরে থাকলেও আমি মনে করি, আমরা পিছিয়ে নেই৷ চাপেও নেই৷ এই ম্যাচে আমাদেরই অ্যাডভান্টেজ৷’

চাপে নেই বলে গলায় জোর আনার চেষ্টা করলেও লাল হলুদের ‘সেকেন্ড ইনিংস’ খেলতে নেমে প্রথম দু’ম্যাচে হেরে যে তিনি স্বস্তিতে নেই তা বোঝা গেল প্রেস মিটে মর্গ্যানের আচরণে৷ কোরীয় ফুটবলার দংকে সঙ্গে এনেছিলেন তিনি৷ দংকে প্রশ্ন করা হয়, টিমের মধ্যে ঠিক কি সমস্যা আছে বলে আপনার ধারণা? দংকে এর উত্তরই দিতে দিলেন না মর্গ্যান৷ পাছে কোনও বিতর্কিত কথা বলে ফেলেন কোরীয় তারকা৷ মর্গ্যানের চাপে থাকার আরও একটা কারণ এমন একটা মরণ বাঁচন ম্যাচে তাঁর টিমের একঝাঁক ফুটবলারের চোট আঘাত৷ যা নিয়ে কথা বলতে গিয়ে মজা করে মর্গ্যান বললেন, ‘নেইটা এত বেশি যে কারা আছে তা আমার পক্ষে খুঁজে বার করা কঠিন হচ্ছে৷’ মর্গ্যানের না খেলার তালিকায় লোবো, শেহনাজ, রবার্ট, রাহুল, জাইরু, অবিনাশরা রয়েছেন৷ মঙ্গলবার বার্নার্দ মেন্দি পুরো প্র্যাক্টিস করলেও কোচ মনে করছেন তিনি ৩০ মিনিটের বেশি খেলার মতো তৈরি নন৷ তাই লাজং-বধে মর্গ্যানের ভরসা র্যান্টি আর দং৷ কিন্ত্ত ডিফেন্স নিয়ে কী হবে? মর্গ্যানের জবাব, ‘আমি ওদের ভুলগুলো ধরে দিয়েছি৷ মাঠে নেমে সে গুলো যদি ওরা শুধরে নেয়৷ তাহলে আমার চিন্তা থাকবে না৷’ মর্গ্যান নিজের টিম নিয়ে বেশ সমস্যায় থাকলেও সিংতোর চিন্তা আবার অন্য জায়গায়৷ প্রেস মিটে বসে পরিষ্কার বাংলায় মেঘালয়ের প্রাক্তন সরকারি অফিসার সিংতো সাংবাদিকদের জিজ্ঞাসা করলেন, ‘আপনারাই বলুন এমন ৪০ ডিগ্রির গরমে অ্যাস্ট্রো টার্ফে কী কোনও ম্যাচ খেলা উচিত্? শুধু আমার টিমের কাছে নয়, কোনও টিমের কাছেই এমন পরিবেশে খেলা সম্ভব নয়৷’ সিংতোরা ম্যাচের সময় পিছোনোর অনুরোধ করলেও ইস্টবেঙ্গল তা মানেনি৷

আসলে পেন ওর্জি, উইলিয়ামস, ফাবিও পেনাদের ‘ভার্ডি-মাহারেজ’ হতে না দেওয়ার জন্য গরমকেই হাতিয়ার করছেন মর্গ্যান৷
আজ ফেডারেশন কাপে ইস্টবেঙ্গল: লাজং (৪-৩০, বারাসত)৷
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল