অ্যাপশহর

দু-দশক পর চিনের বিরুদ্ধে মাঠে নামবেন সুনীলরা

আগামী অক্টোবরে, ২০১৯ এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন দু-দেশের ফুটবলাররা।

EiSamay.Com 20 Jul 2018, 8:17 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একুশ বছর পর ফের ফুটবল মাঠে ভারত-চিন মুখোমুখি। আগামী অক্টোবরে, ২০১৯ এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবেন দু-দেশের ফুটবলাররা।
EiSamay.Com Sunil


অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশানের তরফে শুক্রবার এই প্রীতি ম্যাচের উল্লেখ করে জানানো হয়েছে, ম্যাচ খেলতে আগামী অক্টোবরে চিনে যাবে ভারতীয় ফুটবল দল। দিনক্ষণ চূড়ান্ত না-হলেও, মোটামুটি ৮ থেকে ১৬ অক্টোবরের মধ্যে যে কোনও দিন বেজিংয়ে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্রের খবর, ফেডারেশান ১৩ অক্টোবর ম্যাচ করার প্রস্তাব দিয়েছে। চিনের তরফে যদিও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।

ফুটবল মাঠে ভারত-চিন ১৭বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১২বারই জিতেছে চিন। ৫টি ম্যাচ ড্র হয়েছে। দু-দলের শেষবার মুখোমুখি সাক্ষাত্‍‌ ১৯৯৭ সালে, কোচিতে অনুষ্ঠিত নেহরু কাপে। এ পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচই হয়েছে ভারতের মাটিতে।

প্রসঙ্গত, ফিফার র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ভারতের অবস্থান ৯৭। চিন রয়েছে ৭৫-এ।

AIFF-এর সাধারণ সম্পাদক কুশল দাস জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গেও আর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল