fifa world cup qatar 2022™ : কেন বাতিল হল ভিনিসিয়াসের গোল? জেনে নিন আসল কারণ

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 29 Nov 2022, 12:56 am

ইতিপূর্বে বিশ্বকাপের আসরে ব্রাজিল কখনই সুইজারল্যান্ডকে হারাতে পারেনি। এর আগে দু'বার ফিফা বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল। ১৯৫০ সালে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। আর ২০১৮ সালে ১-১ গোলে ড্র হয়েছিল।

  • ​ব্রাজিলের জয়

    সোমবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলতে নেমেছিল ব্রাজিল। ভারতীয় সময় অনুসারে রাত সাড়ে ন'টা থেকে এই ম্যাচ শুরু হয়। ম্যাচে একমাত্র গোলটি করেছেন ক্যাসেমিরো। এই ম্যাচ জিতে ব্রাজিল টুর্নামেন্টের শেষ ১৬-য় পৌঁছে গেল।

  • ​ভিনির গোল বাতিল

    তবে এই ম্যাচে আরও একটি গোল হয়েছিল। গোলটি করেছিলেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় তিনি বিপক্ষের গোলের দরজা খুলে দেন। কিন্তু, ভিডিয়ো অ্যাসিসটেন্ট রেফারি গোলটাকে বাতিল করে দিয়েছে।

  • ​কেন বাতিল হল গোলটি?

    সার্বিয়ার বিরুদ্ধে দুরন্ত বাইসাইকেল কিকে যে রিচার্লিসন গোল পেয়েছিলেন, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ভিনিসিয়াস গোল করার সময় তিনিই আবার অফসাইডে ছিলেন। প্রথমে রডরিগোর থেকে বল যায় ক্যাসেমিরোর পায়ে। তিনি বাঁদিকে দাঁড়িয়ে থাকা ভিনিসিয়াসের দিকে বলটি বাড়িয়েছিলেন। এরপর ভিনি সুইজারল্যান্ডের বক্সে ঢুকে সোমারকে পরাস্ত করেন এবং বলটা জালে জড়িয়ে দেন।

  • ​অফসাইডে রিচার্লিসন

    এই আক্রমণটা যখন তৈরি হচ্ছিল, ঠিক সেইসময় অফ সাইডে ছিলেন রিচার্লিসন। তিনিও বল লক্ষ্য করে দৌড়তে শুরু করেন। আর এই দৌড়ের কারণেই তিনি অফসাইডের বেড়াজালে আটকে পড়েন। অবশেষে VAR চেক করে রেফারি গোলটা বাতিল করে।

  • এমন আরও ফটো দেখুনঅ্যাপ ডাউনলোড করুন
  • ​অনন্য রেকর্ড ব্রাজিলের

    ইতিপূর্বে বিশ্বকাপের আসরে ব্রাজিল কখনই সুইজারল্যান্ডকে হারাতে পারেনি। এর আগে দু'বার ফিফা বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হয়েছিল। ১৯৫০ সালে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। আর ২০১৮ সালে ১-১ গোলে ড্র হয়েছিল।

  • ​নেইমারের চোট

    সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিল জয়লাভ করলেও এই ম্যাচে কিন্তু খেলতে পারেননি নেইমার জুনিয়র। সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। জানা গিয়েছে, কমপ্রেসর বুটের মাধ্যমে তাঁর চিকিৎসা করা হচ্ছে। পরের ম্যাচে ব্রাজিল খেলতে নামবে ক্যামেরুনের বিরুদ্ধে। এই ম্যাচে নেইমার খেলতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।