অ্যাপশহর

FIFA WC 2026: ২০২৬ সালে FIFA বিশ্বকাপ আমেরিকা-কানাডা-মেক্সিকোতে

মরোক্কো নয় জিতল আমেরিকা-কানাডা-মেক্সিকো।

EiSamay.Com 13 Jun 2018, 5:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মরোক্কো নয় জিতল আমেরিকা-কানাডা-মেক্সিকো। ২১১টি দেশের ভোটাভুটিতে আট বছর পর ২০২৬ FIFA বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল উত্তর আমেরিকা। বুধবার মস্কোতে FIFA কংগ্রেসে এই সিদ্ধান্ত হয়েছে।
EiSamay.Com FIFA কংগ্রেসে তিন দেশের প্রতিনিধিরা
FIFA কংগ্রেসে তিন দেশের প্রতিনিধিরা


২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রচুর অভিযোগ। বহু বিতর্কে জড়িয়েছে FIFA। এবার তাই স্বচ্ছ্বতা বিশেষ নজরে ছিল। আয়োজক ঠিক করতে সতর্ক ছিল বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। বদল আনা হয়েছিল ভোটাভুটির নিয়মেও। ২১১টি দেশের মধ্যে ১০৪টি দেশের ভোট পেলেই জয়ী হবে দাবিদার। সেখানে ১৩৪টি দেশের ভোট পেয়েছে আমেরিকা-কানাডা ও মেক্সিকো। অর্থাৎ ৬৭ শতাংশ ভোট। মরোক্কো পেয়েছে ৬৫টি ভোট।

প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৪৮টি দল খেলবে। বিশ্বকাপ চলবে ৩৪ দিন ধরে। হবে মোট ৮০টি ম্যাচ। স্টেডিয়ামও অনেক বেশি হবে। এই কারণেই একসঙ্গে বিড করে আমেরিকা-কানাডা ও মেক্সিকো।

১৯৯৪ সালে শেষবার বিশ্বকাপের আয়োজন করেছিল আমেরিকা। মেক্সিকো এরআগে দু'বার করেছে। কানাডা মেয়েদের বিশ্বকাপ আয়োজন করলেও পুরুষদের ফুটবল বিশ্বকাপ এই প্রথম করবে। সেখানে চার বার আবেদন করেও খারিজ হয়েছে মরোক্কো।

খবরটি ইংলিশে পড়তে ক্লিক করুন
Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল