অ্যাপশহর

World Cup : ঘানাকে হারিয়েও শেষ ১৬-র টিকিট অধরা, লজ্জার ইতিহাস উরুগুয়ের

ঘানাকে ২-০ গোলে হারিয়ে দিল উরুগুয়ে, কিন্তু তাদের শেষ ১৬-তে যাওয়া হল না। শেষ ১৬-তে যেতে গেলে উরুগুয়েকে গোলের সংখ্যা বাড়াতে হত। কিন্তু তা হতে দিল না শুরুতেই ২ গোল খেয়ে যাওয়া ঘানা। ঘানার পক্ষে ২ গোল শোধ করাটা সম্ভব ছিল না, তাই তারা উরুগুয়েকে গোল সংখ্যা বাড়াতে দিল না।

Produced byনবীন পাল | EiSamay.Com 2 Dec 2022, 11:18 pm

হাইলাইটস

  • ঘানাকে 2-0 গোলে হারিয়ে দিল উরুগুয়ে, কিন্তু তাদের শেষ 16-তে যাওয়া হল না।
  • শেষ ১৬-তে যেতে গেলে উরুগুয়েকে গোলের সংখ্যা বাড়াতে হত।
  • কিন্তু তা হতে দিল না শুরুতেই ২ গোল খেয়ে যাওয়া ঘানা।
FIFA World Cup 2022 : মেসি রোনাল্ডো মাতাবেন মঞ্চ, দেখে নিন বিশ্বকাপের ৮ স্টেডিয়াম
বিশ্বকাপে উরুগুয়ে–ঘানা ম্যাচের কথা উঠলেই ভেসে ওঠে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ম্যাচের কথা। গোল লাইন থেকে হাত দিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন লুই সুয়ারেজ। রেফারি পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আসামোয়া। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ঘানা। ১২ বছর পর ঘানার সামনে সুযোগ ছিল প্রতিশোধ নেওয়ার। সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আন্দ্রে আয়ু, মহম্মদ কুদুসরা। উরুগুয়ের কাছে হেরে ২–০ ব্যবধানে হেরে নিজেরা ছিটকে গেলেও গোল সংখ্যা বাড়তে না দিয়ে সুয়ারেজদের শেষ ষোলোর রাস্তা আটকে দিল ঘানা। ৩ ম্যাচে ৪ পয়েন্টে শেষ করল উরুগুয়ে। অন্যদিকে, পর্তুগালকে হারিয়ে দক্ষিণ কোরিয়াও ৪ পয়েন্টে শেষ করে।
World Cup : লেখা হল ইতিহাস, পর্তুগালকে হারিয়ে শেষ ১৬-তে কোরিয়া
২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ঘানা। লুই সুয়ারেজদের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। অন্যদিকে জেতা ছাড়া রাস্তা ছিল না উরুগুয়ের সামনে। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে ব্যর্থ ঘানা। অন্যদিকে ম্যাচের শুরু থেকেই দারুণ দাপট দেখাতে থাকে উরুগুয়ে। একের পর আক্রমণ তুলে নিয়ে আসছিল ঘানা বক্সে। প্রথম ১৫ মিনিট উরুগুয়ের আক্রমণের ঝড় সামলে প্রতি আক্রমণে উঠে আসে ঘানা। ১৬ মিনিটে প্রথম আক্রমণ। আন্দ্রে আয়ুর শট বাঁচান উরুগুয়ে গোলকিপার রচেত। ১ মিনিট পরেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল ঘানার সামনে। বক্সের মধ্যে মহম্মদ কুদুসকে ফাউল করেন রচেত। রেফারি ভিএআর–এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। আন্দ্রে আয়ুর বাঁপায়ের শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচান উরুগুয়ে গোলকিপার রচেত। ২১ মিনিটে তিনি আন্দ্রে আয়ুর আর একটা প্রয়াসও রুখে দেন।
FIFA World Cup 2022 : ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোর স্বপ্নপূরণ সেনেগালের
২৬ মিনিটে এই বিশ্বকাপে প্রথমবার গোল করে এগিয়ে যায় উরুগুয়ে। ডানদিক থেকে ক্রস করেছিলেন পেলিস্ত্রি। লুই সুয়ারেজের শট ঘানা গোলকিপার আতি জিগির হাতে লেগে বেরিয়ে গেলে হেডে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন আরাকায়েস্তা। ৩২ মিনিটে তিনিই ব্যবধান বাড়ান। লুই সুয়ারেজের সেন্টারে বাঁপায়ের ভলিতে ২–০ করে আরাকায়েস্তা। ‌‌প্রথমার্ধের বাকি সময় আক্রমণে চাপ বাড়ালেও ব্যধান বাড়াতে পারেনি উরুগুয়ে।
FIFA World Cup Qatar 2022™ : ছিটকে গেল বিশ্বের সেকেন্ড বয় বেলজিয়াম, নকআউটে ক্রোয়েশিয়া
নিজেদের দেওয়াল লিখনটা বোধহয় পড়েই ফেলেছিল ঘানা। আন্দ্রে আয়ু, মহম্মদ কুদুসরা বুঝে গিয়েছিলেন ২ গোলের ব্যবধান ঘুঁচিয়ে তাঁদের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হবে না। তাই আক্রমণে ঝাঁপিয়ে না পড়ে গোল বাঁচানোর দিকে নজর দেয়। কারণ উরুগুয়ে ব্যবধান বাড়িয়ে রাখলে নক আউটে যাওয়ার সম্ভাবনা জোরালো হবে। অন্যদিকে, সুয়ারেজরা গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন। একের পর আক্রমণ তুলে নিয়ে এসেও তিনকাঠি ভেদ করতে পারেননি। ৮৯ মিনিটে কাভানির প্রয়াস আটকে দেন আতি জিগি। ইনজুরি সময়ে একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসেও ব্যবধান বাড়াতে পারেনি উরুগুয়ে। তাই জিতেও নক আউটের স্বপ্নভঙ্গ।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল