অ্যাপশহর

Neymar: আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন? ফেসবুকে বার্তা নেইমারের

চোটে কাবু নেইমার (Neymar)। তাঁর ভক্তরা রীতিমতো হতাশ। ভেঙে পড়েছেন এই তারকাও। তিনি ফেসবুকে একটি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছেন। তাঁর আবেগঘন বার্তায় রীতিমতো রীতিমতো চোখে ভক্তদের (FIFA World Cup)। চোট পাওয়া অত্যন্ত 'বিরক্তিকর' এবং 'কষ্টদায়ক' বলে মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে তিনি খুব শীঘ্রই প্রত্যাবর্তনের ইঙ্গিতও দিয়েছেন। পোস্টে কী লিখেছেন নেইমার? জেনে নিন বিস্তারিত আপডেট

Produced byতুহিনা মণ্ডল | Lipi 26 Nov 2022, 12:09 pm

হাইলাইটস

  • বিশ্বকাপের মঞ্চে বারবার চোটের কবলে পড়তে হয়েছে নেইমারকে।
  • চোটের পর ভেঙে পড়েছেন নেইমার।
  • তবে দ্রুত মাঠে ফিরে আসবেন বলে তিনি আশা করছেন।


FIFA World Cup 2022 : কাতারেই ইতি, বিশ্বকাপের পর ফুটবলকে বিদায় জানাতে পারেন যারা
বিশ্বকাপ, চোট আর নেইমার যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের মঞ্চে বারবার চোটের কবলে পড়তে হয়েছে এই ব্রাজিলিয়ান তারকাকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে মেরুদণ্ডে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন নেইমার। কাতার বিশ্বকাপেও সেই একই ছবি। গোড়ালিতে চোট পেয়ে আবার নেইমারের বিশ্বকাপ ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। গ্রুপ লিগের ম্যাচ থেকে ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা। অর্থাৎ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে পারবেন না। দল নক আউটে উঠলেও তিনি খেলতে পারবেন কিনা আদৌও নিশ্চিত নয়। যদিও ব্রাজিল কোচ টিটে আশা করছেন, প্রি–কোয়ার্টার ফাইনাল থেকে তিনি পাবেন দলের সেরা ফুটবলারকে।
Neymar Injury : প্রথম ম্যাচেই চোট নেইমারের, বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়
চোটের পর ভেঙে পড়েছেন নেইমার। তবে দ্রুত মাঠে ফিরে আসবেন বলে তিনি আশা করছেন। সোশাল মিডিয়ায় নিজের ফেসবুক পেজে নেইমার লিখেছেন, ‘আমার ফুটবল জীবনের সবথেকে খারাপ একটা ঘটনা ঘটেছে। সেটা আবার বিশ্বকাপে। আমি আবার চোটের কবলে পড়েছে, যা আমার কাছে খুবই কষ্টের এবং বিরক্তিকর। তবে আমি নিশ্চিত যে ফিরে আসব। কারণ, আমি দেশের জন্য, সতীর্থদের জন্য, নিজের জন্য সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। জীবনে আমি কোনও কিছুই সহজে পাইনি। স্বপ্নপূরণে আর লক্ষ্যে পৌঁছতে আমাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে।’‌ নেইমার আরও লিখেছেন, ‘‌ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে আমি কতটা গর্ব অনুভব করি, বোঝাতে পারব না। যদি ঈশ্বর আমাকে জিজ্ঞেস করে কোন দেশে জন্মাব, তাহলে আমি বলতাম ব্রাজিলে।’‌


Neymar : বারেবারে ভোল বদলাচ্ছেন! বিশ্বকাপ অভিযান শুরুর আগে নয়া অবতারে হাজির নেইমার
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের ৮০ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচের পর তাঁর গোড়ালির এমআরআই করা হয়। রিপোর্টে দেখা গেছে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষার পর দলের ডাক্তার জানিয়েছেন, নেইমারকে গ্রুপ পর্বের ম্যাচ দুটিতে আর খেলতে পারবেন না নেইমার। চোট সারলে নকআউট পর্বে খেলার সুযোগ পাবেন। শুধু নেইমারই নন, চোটের কবলে দানিলোও। তিনিও গোড়ালিতে চোট পেয়েছেন। নেইমারের মতো তিনিও গ্রুপ লিগের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন। এই দুই ফুটবলার ছিটকে গেলেও সমস্যা হবে না ব্রাজিলের। কারন টিটের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। বাকিদের দিয়ে অনায়াসে আরও একটা প্রথম একাদশ বানিয়ে ফেলতে পারেন ব্রাজিল কোচ। নেইমারের বিকল্প হিসেবে রড্রিগো কিংবা আন্তোনিওকে খেলাতে পারেন টিটে
লেখকের সম্পর্কে জানুন
তুহিনা মণ্ডল
তুহিনা মণ্ডল ২ বছরেরও বেশি সময় ধরে Ei Samay Digital-এ ডিজিটাল কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি 'খাস খবর' নামে এক পাক্ষিক পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার সময় তিনি বাংলা সংবাদপত্র 'দৈনিক স্টেটসম্যান'-এ রিপোর্টার হিসেবে কাজ করেন। ডিজিটালাইজেশনের যুগে কর্মজীবনকে নতুন দিশা দেওয়ার উদ্দেশে তিনি Ei Samay Digital-এ যোগ দেন। ডিজিটাল মাধ্যমের বিভিন্ন খবর তাঁর নিয়মিত চর্চার মধ্যে পড়ে। পাঠককে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে তিনি সদা সচেষ্ট থাকেন। অবসর সময়ে তিনি বইপত্র পড়া এবং বেড়াতে ভালোবাসেন।... আরও পড়ুন

পরের খবর