অ্যাপশহর

FIFA World Cup 2018: বিজয়ী দল কত পাবে জানেন?

গত বিশ্বকাপের তুলনায় এবার অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ অর্থ ৪০ শতাংশ বৃদ্ধি করেছে FIFA।

EiSamay.Com 15 Jul 2018, 9:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মস্কোর লুজনিকি স্টেডিয়ামে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ফ্রান্স ও ক্রোয়েশিয়া। কিন্তু এবারের বিশ্বকাপে জয়ী দল প্রাইজ মানি হিসেবে কত টাকা পাবে জানেন?
EiSamay.Com FIFA বিশ্বকাপ ২০১৮
FIFA বিশ্বকাপ ২০১৮


রাশিয়া বিশ্বকাপে বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার পাবে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৬০ কোটি টাকা। আর রানার্স-আপ পাবে ২৮ মিলিয়ন ডলার বা ১৯২ কোটি টাকা প্রাইজ মানি। প্রতিযোগিতায় তৃতীয় স্থানে শেষ করে বেলজিয়াম প্রাইজ মানি হিসেবে পেয়েছে ২৪ মিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ১৬৪ কোটি টাকা। গ্রুপ পর্যায় থেকে ছিটকে যাওয়া দলগুলো কমপক্ষে ৮ মিলিয়ন ডলার বা ৫৫ হাজার কোটি টাকা করে পাবে।

গত ২৭ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, বিশ্বকাপে অংশগ্রহণকারীদের জন্য ৭৯১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০১৪ বিশ্বকাপের তুলনায় যা এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বেশি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল