অ্যাপশহর

Kylian Mbappe : কোয়ার্টার ফাইনালের আগে চোট? এমবাপেকে নিয়ে শোরগোল

ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, 'কিলিয়ান এমবাপে আপাতত রিকভারি রুমে অনুশীলন করছেন। একটা ম্যাচের ২ দিন পর এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়।'

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 7 Dec 2022, 10:50 am
মঙ্গলবার ফ্রান্সের ট্রেনিং সেশনে এলেন না দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে তাঁর এই অনুপস্থিতি চোটের জল্পনা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। কাতারে উপস্থিত ফরাসি সমর্থকেরা আশা করেছিলেন যে সন্ধ্যা ৬টা নাগাদ হয়ত তাঁদের স্বপ্নের নায়ক এমবাপেকে দেখতে পাওয়া যাবে। কিন্তু কোথায় কী? দোহার কালো আকাশের নীচে যখন ফ্রান্সের ফুটবলাররা কুচকাওয়াজ করছিলেন, সেখানে অনুপস্থিত ছিলেন কিলিয়ান। তবে কিছুক্ষণের মধ্যেই ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে গোটা বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়।
EiSamay.Com Kylian Mbappe
ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, ছবি সৌজন্য - Instagram/k.mbappe

Kylian Mbappé : জোড়া গোলে টপকালেন পেলেকে, ৬০ বছরের রেকর্ড ভাঙলেন এমবাপে
আগামী শনিবার চলতি ফিফা বিশ্বকাপের মহা সেমিফাইনাল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ফ্রান্স। ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই ম্যাচে এমবাপে খেলতে পারবেন না, এমন কোনও আপডেট তাঁদের কাছে অন্তত নেই। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই টুর্নামেন্টের সেরা পারফরমাররা মঙ্গলবার ইন্ডোর ট্রেনিংয়ে ব্যস্ত ছিলেন।
World Cup : কাতারে এমবাপে ঝড়, পোল্যান্ডকে উড়িয়ে শেষ আটে ফ্রান্স
ফ্রান্স ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, 'কিলিয়ান এমবাপে আপাতত রিকভারি রুমে অনুশীলন করছেন। একটা ম্যাচের ২ দিন পর এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়।'
FIFA World Cup Qatar 2022 : অঘটন ঘটিয়েও হল না লাভ, ফ্রান্সকে হারিয়েও ছিটকে গেল তিউনিশিয়া
২৩ বছর বয়সি এমবাপে কাতার বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচটি গোল করে ফেলেছেন। আর বিশ্বকাপের আসরে তাঁর সর্বমোট গোলের রেকর্ড ৯। শেষ ১৬'র ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স ৩-১ গোলে জয়লাভ করেছিল। এই ম্যাচে এমবাপে জোড়া গোল করেছিলেন।

শনিবারের মহারণে ইংল্যান্ডের সামনে সবথেকে বড় কাঁটা যে এই PSG তারকা হবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

তবে এই তত্ত্ব মাথায় রেখেও বলা যেতে পারে যে গত ম্য়াচে আরও অনেক এমন ফুটবলার অংশগ্রহণ করেছিলেন, যাঁদের তারকা তকমা দেওয়া যেতেই পারে। তাঁদের মধ্যে একজন হলেন অলিভিয়ের জিরু। কিন্তু, তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশগ্রহণ করেছিলেন। দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত রবিবার পোল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর এমবাপে আপাতত রিকভারি প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন।

তবে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এমবাপে নিজের মুখেই তাঁর গোড়ালির চোটের কথা উল্লেখ করেছিলেন। সমর্থকদের আশঙ্কা, সেই চোট হয়ত আরও একবার তাঁদের প্রিয় তারকার খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে আগে থেকে কিছুই বলা সম্ভব হবে না।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর