অ্যাপশহর

World Cup : 'রোনাল্ডোকে বাদ দেওয়াতেই হার', কোচের সিদ্ধান্তকে তুলোধনা প্রাক্তন পর্তুগিজ তারকার

সুইৎজারল্যান্ড ম্যাচের পর মরক্কো, ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে ছাড়াই নেমেছিল পর্তুগাল। এই জন্যই দলকে হারতে হল বলে মনে করেন প্রাক্তন পর্তুগিজ তারকা লুইস ফিগো। তিনি কোচ ফেরান্দো স্যান্টোসকে তুলোধনা করেন রোনাল্ডোকে না খেলানোর জন্য। মনে করেন রোনাল্ডোকে খেলালে দলকে হারতে হত না। মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল।

Produced byনবীন পাল | EiSamay.Com 11 Dec 2022, 11:06 pm

হাইলাইটস

  • সুইৎজারল্যান্ড ম্যাচের পর মরক্কো, ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে ছাড়াই নেমেছিল পর্তুগাল।
  • এই জন্যই দলকে হারতে হল বলে মনে করেন প্রাক্তন পর্তুগিজ তারকা লুইস ফিগো।
  • তিনি কোচ ফেরান্দো স্যান্টোসকে তুলোধনা করেন রোনাল্ডোকে না খেলানোর জন্য।
EiSamay.Com figo on santos
সৌজন্যে twitter
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে হেরেছে পর্তুগাল। প্রি কোয়ার্টার ফাইনালে দাপটের সঙ্গে সুইৎজারল্যান্ডকে পরাস্ত করলেও মরক্কোর বিরুদ্ধে হোঁচট খেতে হয়। পুরো ম্যাচে দাপট বজায় রাখলেও গোল করতে পারেনি পর্তুগাল। যার ফল পেতে হয়েছে। বিশ্বকাপ থেকে বিদায়। চোখের জলে মাঠ ছেড়েছেন প্লেয়াররা। এই পরিস্থিতিতে হারের কারণ হিসেবে দলের কোচ ফেরান্দো স্যান্টোসের স্ট্র্যাটেজিকেই দুষলেন প্রাক্তন পর্তুগাল প্লেয়ার লুই ফিগো। তাঁর নিশানায় রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখা। রোনাল্ডোকে না রাখাতেই ব্যুমেরাং হয়েছে বলে তিনি মনে করেন। যদিও ফেরান্দো স্য়ান্টোস রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখাটাকে স্ট্র্যাটেজির অংশ বলে জানিয়েছেন, এবং তাঁর এতে কোনও অনুশোচনা নেইও বলেছেন।
Portugal National Football Team : রোনাল্ডোকে বেঞ্চে বসিয়েই হারতে হল পর্তুগালকে! অবশেষে মুখ খুললেন স্যান্টোস
এবার বিশ্বকাপে মাত্র ১টা গোল করেছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। তিনি গ্রুপস্তরের তিনটে ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। গ্রুপস্তরের শেষ ম্যাচে তাঁকে তুলে নেওয়ায় তিনি ক্ষোভপ্রকাশ করেন। এরপর তাঁকে শেষ ১৬-র ম্যাচে প্রথম একাদশ থেকে বসিয়ে দেন কোচ। তাঁর বদলে নামেন গনসালো রামোস। মরক্কোর বিরুদ্ধে ম্যাচেও একই ছবি। সেটাই ব্য়ুমেরাং হল। গনসালো রামোস সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৩ গোল করলেও মরক্কোর বিরুদ্ধে ব্যর্থ হলেন।
Cristiano Ronaldo : 'ধন্যবাদ পর্তুগাল', অপমানের পর অবসরের ইঙ্গিত ক্রিস্তিয়ানো রোনাল্ডোর!
মরক্কোর বিরুদ্ধে পরের ৪৭ মিনিট মাঠে ছিলেন রোনাল্ডো। কিন্তু তিনি সেভাবে চাপ ফেলতে পারেননি। ফিগো যিনি ২০০২ ও ২০০৬ সালে পর্তুগালের হয়ে বিশ্বকাপে খেলেছেন তিনি মনে করেন রোনাল্ডোকে না রাখাই কাল হল। বলেন, ‘ক্রিস্তিয়ানোকে বেঞ্চে রেখে বিশ্বকাপ জিততে পারবে না। ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রাখাটা একটা ভুল। হারের দায় তোমার ফেরান্দো স্য়ান্টোস।’
Cristiano Ronaldo : বিশ্বকাপ ছাড়াই শেষ হল আন্তর্জাতিক কেরিয়ার, চোখের জলে মাঠ ছাড়লেন রোনাল্ডো
এবার রোনাল্ডো একাধিক বিতর্কে জড়িয়েছেন। ম্য়ানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মুখ খুলে বাদ পড়া থেকে শুরু করে কোচের সঙ্গে মতবিরোধ সবকিছুই ছিল। কিন্তু তিনি মাঠে নিজের সেরাটা দিয়েছেন। পর্তুগাল দলের বিপক্ষে কথা হলেও তিনি দলকে এক থাকার বার্তা দিয়েছেন। তাতে শেষরক্ষা হয়নি। বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছে। হারের পর রোনাল্ডো পোস্ট করে বলেন, ‘দুর্ভাগ্যবশত গতকাল আমার স্বপ্ন শেষ হয়েছে। পর্তুগালের প্রতি আমার ত্যাগ এক মুহূর্তের জন্যও পরিবর্তন হয়নি। এখন আর কিছু বলব না। ধন্যবাদ পর্তুগাল। ধন্যবাদ কাতার, এখানে আমার স্বপ্নটা ছিল। এখন, আশা করছি সবকিছু ঠিকঠাক হবে এবং সবাই তাদের স্বপ্নপূরণ করুক।’ রোনাল্ডো অবসর নেবেন কি না তা জানাননি। তবে এটাই যে তাঁর অবসরের ইঙ্গিত তা মনে করা হচ্ছে।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর