অ্যাপশহর

FIFA World Cup Qatar 2022™ : মেসির পেনাল্টি ব্যর্থতার দিনে উজ্জ্বল টিম নীল-সাদা, গ্রুপ টপার হয়ে শেষ ১৬-তে আর্জেন্তিনা

বিশ্বকাপে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল আর্জেন্তিনা (Argentina National Football Team)। পোলান্ডের বিরুদ্ধে ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তাই ছিল না আর্জেন্তিনার কাছে। সেখানে সহজেই জিতল লিওনেল মেসিরা। মেসির পেনাল্টি মিস হলেও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করল তারা। ফলে সৌদি আরবের বিরুদ্ধে হেরে খারাপ শুরু করেও গ্রুপ শীর্ষে থেকে শেষ ১৬-তে জায়গা করে নিল আর্জেন্তিনা।

Produced byনবীন পাল | Lipi 1 Dec 2022, 2:34 am

হাইলাইটস

  • বিশ্বকাপে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল আর্জেন্তিনা।
  • পোলান্ডের বিরুদ্ধে ম্যাচে জয় ছাড়া কোনও রাস্তাই ছিল না আর্জেন্তিনার কাছে।
  • সেখানে সহজেই জিতল লিওনেল মেসিরা।
প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার। পরের ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয়। কাতার বিশ্বকাপে সুতোর ওপর ঝুলে ছিল আর্জেন্টিনার শেষ ষোলোর ভাগ্য। নক আউটের টিকিট নিশ্চিত করতে গ্রুপ লিগের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। হারলেই বিদায়। জিতলেই নিশ্চিত হয়ে যাবে রাউন্ড অব সিক্সটিন। আবার সৌদি আরব–মেক্সিকো ম্যাচ ড্র হলে পোল্যান্ডের সঙ্গে ড্র করলেও পরের রাউন্ডে পৌঁছে যেত আর্জেন্টিনা। সৌদি আরব জিতলে আর্জেন্টিনাকে জিততেই হত। নিরঙ্কুশ প্রাধান্য রেখে পোল্যান্ডকে ২–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনের টিকিট জোগাড় করে ফেলল আর্জেন্টিনার। পেনাল্টি মিস করেন মেসি। অন্যদিকে, আর্জেন্টিনার কাছে হেরেও গোল পার্থক্যে মেক্সিকোকে পেছনে ফেলে শেষ ষোলোয় পৌঁছে গেল পোল্যান্ড।
Lionel Messi : 'অন্য একটা বিশ্বকাপ শুরু হল', মেক্সিকোকে উড়িয়ে হুংকার মেসির
নানা সমীকরণের বেড়াজালে আটকে থাকা এই ম‌্যাচকে ঘিরে উন্মাদনার শেষ ছিল না। অনেকের কাছে আগ্রহ ছিল, লিওনেল মেসির কাছে এটাই বিশ্বকাপের শেষ ম্যাচ হতে যাচ্ছে কিনা। যাইহোক, বিশ্বকাপে দারুণভাবেই টিকে রইল আর্জেন্টিনা, সঙ্গে মেসিও। মরণবাঁচন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই তিন–তিনবার গোললক্ষ্য করে শট নেয়। এর মধ্যে মেসির একটা শট কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল পোল্যান্ড গোলকিপার সেজেসনিকে। বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে শট নিয়েছিলেন মেসি। সেজেসনি জায়গায় দাঁড়িয়ে তাঁর শট আটকে দেন। ১৬ মিনিটে আকুনাও ভাল সুযোগ পেয়েছিলেন। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ম‌্যাচের ২৮ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ডি মারিয়ার ক্রসে মেসি আলতো ছোঁয়া দিয়েছিলেন। পোল্যান্ডের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। এরপর আকুনা কোনাকুনি শট নিলেও পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
Wales vs England : বিধ্বংসী রাশফোর্ডের সামনে উড়ে গেল ওয়েলস, শীর্ষে থেকে শেষ ষোলোয় ইংল্যান্ড

৩৩ মিনিটে ডি মারিয়ার কর্ণার গোলে ঢোকার মুখে ফিস্ট করে কর্ণারের বিনিময়ে বাঁচান পোল্যান্ড গোলকিপার সেজেসনি। ২ মিনিট পর আবার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। আরভারেজের শট বাঁচিয়ে দেন। ফিরতি বল পেয়ে সেন্টার করেন আলবারেজ। মেসি হেড দিতে উঠলে বল বিপদমুক্ত করতে গিয়ে তাংর মুখে আঘাত করেন সেজেসনি। রেফারি ভিএআর–এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। মেসির শট আটকে দেন পোল্যান্ড গোলকিপার। ৪২ মিনিটে আলভারেজের শট পাঞ্চ করে বার করে দেন তিনি। ফিরতি বলে শট নিয়েছিলেন ডি পল। এবার তালুবন্দী করেন পোলিশ গোলকিপার।
Lionel Messi : মেক্সিকোর পতাকা অবমাননা! লিওনেল মেসিকে হুমকি প্রাক্তন বক্সারের
দ্বিতীয়ার্ধের শুরুতে আর দূর্গ রক্ষা করতে পারেননি সেজেসনি। ম্যাচের ৪৬ মিনিটে মোলিনার ক্রস থেকে ডানপায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। ৬০ মিনিটে মেসির পাস থেকে আরও একবার শট নিয়েছিলেন তিনি। বল সরাসরি সেজেনেসের হাতে চলে যায়। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান আলভারেজ। এঞ্জো ফার্নান্ডেজের পাস থেকে দুরন্ত শটে ২–০ করেন তিনি। ৭১ মিনিটে মেসির শট আটকে নিশ্চিত গোল বাঁচান সেজেসনি। তিন কাঠির নিচে তিনি অপ্রতিরোধ্য না হলে ৫–৬ গোলে জিতে মাঠ ছাড়ত আর্জেন্টিনা।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর