অ্যাপশহর

দীপাবলি পালনের পরামর্শ দিতে গিয়ে ট্রোলড, পিছিয়ে এলেন কোহলি

তবে শুধু আলোর উৎসবে মেতে থাকাই নয়। দীপাবলিতে শব্দবাজি বা আতসবাজি পরিবেশ দূষন করে। তাই প্রতিবছরই কোনও না কোনও সেলিব্রিটি দীপাবলি সতকর্তা অবলম্বনের জন্য বার্তা দেন।

Lipi 20 Oct 2021, 11:22 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে দেশবাসীকে পরামর্শ দিতে গিয়ে ট্রোলিংয়ের মুখে পড়লেন বিরাট কোহলি। যার জেরে পিছিয়ে আসলেন তিনি। ভারতের অন্যতম বড় উৎসব দীপাবলি। পুরো দেশ এই উৎসবে মেতে ওঠে। কোথাও দীপাবলি বা কোথাও দিওয়ালি বিভিন্ন জায়গায় নাম আলাদা হলেও আলোর উৎসবে মেতে ওঠেন সবাই।
EiSamay.Com Virat Kohli Diwali
দীপাবলি পালনের টিপস দিতে গিয়ে ট্রোলড হলেন বিরাট কোহলি, ছবি সৌজন্য - টুইটার


তবে শুধু আলোর উৎসবে মেতে থাকাই নয়। দীপাবলিতে শব্দবাজি বা আতসবাজি পরিবেশ দূষন করে। তাই প্রতিবছরই কোনও না কোনও সেলিব্রিটি দীপাবলি সতকর্তা অবলম্বনের জন্য বার্তা দেন। সম্প্রতি বিরাট কোহলি টুইটারে একটা বার্তা দেন। যেখানে বলা হয়, তিনি দীপাবলি পালনের জন্য কিছু ব্যক্তিগত টিপস দেবেন সবাইকে। তিনি লেখেন, ‘বিশ্বজুড়ে সকলের জন্য এটা খুব কঠিন সময় গেছে। বিশেষ করে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ অনেক ক্ষতি করেছে। আমরা এখন দীপাবলির জন্য প্রস্তুতি নিচ্ছি। কীভাবে আপনারা প্রিয়জন ও পরিবারের সঙ্গে দীপাবলি পালন করবেন সেই সংক্রান্ত আমি কিছু পরামর্শ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।’

টুইটটি সামনে আসার পর মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে দেশজুড়ে। বেশিরভাগ ব্যবহারকারী তাঁকে ট্রোল করতে থাকে। অনেকে ব্যক্তিগত আক্রমণ করেন। তাঁরা বলেন, IPL-এ, ইংরাজি নববর্ষে বা অন্য অনুষ্ঠানে যে শব্দবাজি ব্যবহার করা হয় সেসব নিয়ে বিরাট কিছু বলে না। এটা অনুষ্কার ‘নো ক্র্যাকার’ পলিসির অংশ বলে মন্তব্য করেন অনেকে। অনেকে কোহলির পুরনো বাজি পোড়ানোর ভিডিও শেয়ার করেও ট্রোল করে।

এই ট্রোলিংয়ের মধ্যে পড়ে কোহলি Pinterest থেকে তাঁর সেই ভিডিও সরিয়ে নেন। শুধু কোহলি নন, এর আগে একাধিক বার একাধিক সেলিব্রিটি দীপাবলিতে সচেতনতা প্রচার করতে গিয়ে ট্রোলিংয়ের মুখে পড়েন। প্রিয়াঙ্কা চোপড়া একবার এক বিজ্ঞাপনে বলেন, ‘আমার অ্যাজমা আছে, তাই দয়া করে বাজি পোড়াবেন না।’ এরপর প্রিয়াঙ্কার সিগারেট খাওয়ার ছবি দিয়ে ট্রোল করেন নেট নাগরিকদের একাংশ।

বর্তমানে যেকোনও বিষয়ে ট্রোলিং অবধারিত। কখনও কখনও সেটা ট্রোলিং থেকে আক্রমণের পর্যায়ে চলে যায়। নিখাদ মজা আর থাকে না সেটা। এই নিয়ে একাধিকবার একাধিক তারকা সরব হয়েছেন। অনেকে কড়া ভাষায় জবাব দিয়েছেন। কিন্তু সেই ‘সংষ্কৃতি’ এখনও চলছে। কিছু হলেই কোনও ব্যক্তি বা ব্যক্তি বিশেষকে ধরে ট্রোলিং চলে আসছে।

তবে দীপাবলিতে যাতে দূষণ কম হয় তারজন্য বিভিন্ন রাজ্যের সরকার পদক্ষেপ নিয়েছে। শব্দবাজি অনেকদিন আগেই ব্যান করা হয়েছিল। এবার দিল্লিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল