অ্যাপশহর

'চাপে রয়েছে ভারতই, তাই ধোনিকে এনেছে', দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

আগামী ২৪ অক্টোবর ভারত এবং পাকিস্তানের মধ্যে মহাসংগ্রাম হতে চলেছে। বেশ অনেকদিন পরেই এই দুই দলকে আবারও একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। দাবি করেছেন, এবার এই মহাসংগ্রামে তিনিই জিতেছেন।

EiSamay.Com 19 Oct 2021, 6:47 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তানের মধ্যে আগামী ২৪ অক্টোবর মহা সংগ্রাম হতে চলেছে। এই লড়াইয়ের আগে দুই যুযুধান শিবিরেই শুরু হয়ে গিয়েছে কথার লড়াই। একে অপরকে হামেশাই বাক্যবাণে বিদ্ধ করছেন। এমনই এক পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তনভীর আহমেদ একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর কথায়, এবার বিশ্বকাপ টুর্নামেন্টে ভারত যথেষ্ট চাপে রয়েছে। সেকারণেই মহেন্দ্র সিং ধোনিকে মেন্টর হিসেবে নিয়ে আসতে হয়েছে।
EiSamay.Com Virat Kohli and MS Dhoni
মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি, ছবি সৌজন্য - টুইটার


একটি অনুষ্ঠানে তনভীর আহমেদ বললেন, 'কাগজে কলমে যদি ব্যাপারটা দেখা যায়, তাহলে বলতেই হবে যে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট শক্তিশালী। গোটা বিশ্বে ওরা যে ক্রিকেট খেলছে, সেটা এককথায় প্রশংসার যোগ্য। যদি ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে একবার দেখা যায়, তাহলে দেখা যাবে যে ওদের উপরে যথেষ্ট চাপ রয়েছে। যদি আপনি বিরাট কোহলির কথা বলেন, তাহলে বলতেই হবে যে ওনার উপরে যথেষ্ট চাপ রয়েছে। সেকারণেই তিনি টি-২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন।'

তনভীর আরও যোগ করেছেন, এই চাপের কারণেই টিম ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনিকে দলের মেন্টর হিসেবে নিয়ে এসেছে। যদি আপনি আইপিএল টুর্নামেন্টের কথাই ধরেন, তাহলেই দেখতে পাবেন ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স একেবারে ভালো ছিল না। সেকারণেই ওরা এবার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে একটি টেলিভিশন অনুষ্ঠানে আহমেদ এই কথাগুলো বলেছেন। পাকিস্তানের হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন আহমেদ। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে তিনি ৫০০-র বেশি উইকেট শিকার করেছেন।

বিশ্বকাপে প্রত্যেকবার জিতেছে ভারত

আগামী ২৪ অক্টোবর ভারত এবং পাকিস্তানের মধ্যে মহাসংগ্রাম হতে চলেছে। বেশ অনেকদিন পরেই এই দুই দলকে আবারও একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। যদি টি-২০ বিশ্বকাপের কথা বলতে হয়, তাহলে দুটো দলই এখনও পর্যন্ত পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে। আর পাঁচবারই ভারত জয়লাভ করেছে। এরমধ্যে ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালও রয়েছে।

তনভীর আহমেদের আগেও পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম কার্যত একই কথা জানিয়েছিলেন। তাঁর মতে, এবার নাকি পাকিস্তান ক্রিকেট দল যথেষ্ট শক্তিশালী। দাবি করেছেন, এবার এই মহাসংগ্রামে তিনিই জিতেছেন। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট জানিয়ে দেন যে এই ম্যাচটাকে অন্য ম্যাচের থেকে আলাদা কিছু দেখছেন না। ভারতীয় ক্রিকেট দল এই ম্যাচ নিয়ে আলাদা করে কোনও চাপ নিচ্ছে না।

চলতি টি-২০ বিশ্বকাপের কথাই যদি বলতে হয়, তাহলে ভারত এবং পাকিস্তান দুজনেই প্রথম অনুশীলন ম্যাচে জয়লাভ করেছে। একদিকে ভারত ইংল্যান্ডকে পরাস্ত করেছে। অন্যদিকে পাকিস্তান হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল