অ্যাপশহর

ভারত-পাক ম্যাচ শুরুর আগেই ইমরান খানকে চূড়ান্ত অপমান শোয়েবের

আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাজনীতিতে পা রাখার আগে ক্রিকেটের অন্যতম বড় নাম হতে চলেছে। ইমরানের নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপও জিতেছিল।

EiSamay.Com 24 Oct 2021, 6:28 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আর কিছুক্ষণের মধ্যেই আয়োজিত হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচ। একে অপরের মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত এবং পাকিস্তান। এই মুহূর্তের জন্য দুই দেশের ক্রিকেট সমর্থকেরা পাঁচ বছর ধরে অপেক্ষা করেছে। শেষপর্যন্ত দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য মুখিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের প্রাক্তন ক্রিকেটারই মাঠের বাইরে থেকে হাওয়া গরম করার চেষ্টা করছে। কোন দল এই ম্যাচে জিততে পারে, তা নিয়ে অনেকেই পূর্বানুমান করেছেন। পাকিস্তান ক্রিকেট দলের পেসার শোয়েব আখতার তো নিজের দেশের ওয়াজির-এ-আজমকেই অপমান করে বসলেন।
EiSamay.Com Imran Khan
শোয়েব আখতার এবং ইমরান খান, ছবি সৌজন্য - টুইটার


আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাজনীতিতে পা রাখার আগে ক্রিকেটের অন্যতম বড় নাম হতে চলেছে। ইমরানের নেতৃত্বে ১৯৯২ সালে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপও জিতেছিল। এবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পাকিস্তান ক্রিকেট দলকে তিনি জেতার মন্ত্র দিয়েছেন। কিন্তু, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েব আখতার গোটা বিশ্বের সামনেই নিজের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মজা ওড়ালেন।

বিস্তারিত আসছে....

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল