অ্যাপশহর

'পাকিস্তানের মতো বড় বড় কথা বলি না, খেলে প্রমাণ করি', কটাক্ষ সেহওয়াগের

এই প্রথমবার ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলি, রবি শাস্ত্রী ও ধোনির যুগলবন্দীতে এবার ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত।

Lipi 19 Oct 2021, 5:11 pm
এইসময় ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। মোট ১২ বার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখার সিক্রেট কী? তা খোলসা করলেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ। জানালেন, ‘কথা কম কাজ বেশি’ মন্ত্রেই এসেছে জয়।
EiSamay.Com Virender Sehwag
পাকিস্তানের বিরুদ্ধে ধামাকাদার ইনিংস উপহার দিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, ছবি সৌজন্য - টুইটার


একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা বড় বড় কথা বলি না। তার বদলে অনুশীলনে সময় দিই। যার ফলে ম্যাচে চাপ নেওয়া যায়।’ কিছুদিন আগে পাকিস্তানের এক টেলিভিশন সঞ্চালক ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে বলেন, ‘তারিখ বদলে দেব’। এর জবাবেই সেহওয়াগ এই মন্তব্য করেন।

তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি উদাহরণ টানেন। বলেন, ‘আমি যদি ২০১১ বা ২০০৩ সালের বিশ্বকাপ দেখি তাহলে আমরা পাকিস্তানের থেকে কম চাপে ছিলাম কারণ ওদের থেকে আমাদের অবস্থা ভালো জায়গায় ছিল। আমার মতে যখন আমরা সেই মানসিকতা খেলি তখন আমরা বড় বড় কথা বলি না। পাকিস্তানের দিক থেকে সবসময় বড় বড় কথা ভেসে আসে। ভারত কখনও এরকম কথা বলে না, তার বদলে প্রস্তুতি নেয়। যখন কোনও দল ভালো প্রস্তুতি নিয়ে যায় তখন ফল কী হয় সেটা সবাই জানে।’

বিশ্বকাপে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারত পিছিয়ে। এখানে ৩-২ এ পাকিস্তান এগিয়ে আছে ভারতের থেকে।

এবার ভারত পাকিস্তান ম্যাচের ফল কী হবে তা নিয়ে এখনওই মন্তব্য করতে চান না সেহওয়াগ। তিনি মনে করেন, টি-২০ তে একজন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আর সেই ম্যাচ ঘোরানোর প্লেয়ার পাকিস্তানের কাছে আছে। তিনি বলেন, ‘ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা একই জিনিস প্রতি বছর শুনে আসি। কিন্তু ওরা এবার জিততে পারে। কোনও প্লেয়ার একার হাতে টি-২০ ম্যাচ ঘোরাতে পারে। সেই প্লেয়ার কিন্তু পাকিস্তানের কাছে আছে। ওরা ৫০ ওভারের ম্যাচে ভালো না খেললেও ওরা ২০ ওভারের ম্যাচে ভালো খেলতে পারে।’

এই প্রথমবার ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকছেন মহেন্দ্র সিং ধোনি। বিরাট কোহলি, রবি শাস্ত্রী ও ধোনির যুগলবন্দীতে এবার ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। প্রস্তুতি ম্যাচে দুই দলই জয়লাভ করেছে। এবার ফেভারিট হিসেবে শুরু করেছে ভারত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল