অ্যাপশহর

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে নিউজিল্যান্ডকে বিশেষ বার্তা পাক ক্রিকেটারের

নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় পাকিস্তান। যারপর নিউজিল্যান্ড দলকে কটাক্ষ করে পাকিস্তান সমর্থকরা। ভারতের মত নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে শক্ত গাঁট ছিল।

Lipi 31 Oct 2021, 4:36 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে থেকেই নিউজিল্যান্ডের সঙ্গে হাওয়া গরম পাকিস্তানের। নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিলের পর বিভিন্ন মহল থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পাকিস্তানিরা। এবার নিউজিল্যান্ড ক্রিকেট দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম।
EiSamay.Com FCoujoxVcAU5JmE
সিরিজ বাতিলের পরও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে চায় পাকিস্তান, ছবি সৌজন্য - টুইটার


২৬ নভেম্বর নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান। এরপর পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম PCB-র টুইটার হ্যান্ডলে একটা ভিডিয়ো শেয়ার করেন। কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্টের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিল নিয়ে তিনি প্লেয়ারদের কোনও দোষ দেননি।

তিনি ভিডিয়োতে বলেন, ‘কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও ট্রেন্ট বোল্টের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। আমি তাঁদের অনূর্ধ্ব ১৯ খেলার সময় থেকে চিনি। ওদের রেকর্ড, ক্ষমতা অসাধারণ। আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করাটা ওদের দোষ নয়। এটা সরকারের জন্য। আমাদের সরকারও যদি একই কথা বলত, আমরাও একই জিনিস করতাম। আমরা নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে চাই।’ এই টুইটটা শেয়ার করে নিউজিল্যান্ড ক্রিকেট দলও।

নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় পাকিস্তান। যারপর নিউজিল্যান্ড দলকে কটাক্ষ করে পাকিস্তান সমর্থকরা। ভারতের মত নিউজিল্যান্ডও পাকিস্তানের কাছে শক্ত গাঁট ছিল। এরপর আফগানিস্তানকেও হারায় তারা। এই ম্যাচের পর ম্যাচ জিতে ইমাদ দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘এই জয় পুরো পাকিস্তান ও পাকিস্তানিদের জন্য। ম্যাচটা খুব ভালো ছিল।’

আজ ভারতের বিরুদ্ধে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালের রাস্তা তার জন্য সহজ হবে। তবে প্রথম ম্যাচে দুই দল হেরে যাওয়ায় কিছুটা চাপে থাকবে ভারত নিউজিল্যান্ড। অন্যদিকে পাকিস্তান তরতরিয়ে এগোচ্ছে। তিনটে ম্যাচের মধ্যে তিনটেতেই জিতেছে তারা। লিগ তালিকায় শীর্ষে আছে তারা। বাকি আর দুটো ম্যাচ। তুলনামূলকভাবে সহজ দলের বিরুদ্ধে মুখোমুখি হবে বাবররা। ফলে অপরাজিত থেকেই সেমিফাইনালে পাকিস্তানে যাবে বলে মনে করা হচ্ছে।

তবে দ্বিতীয় স্থানে কোন দল থাকবে তার লড়াই ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। তবে আফগানিস্তান জায়ান্ট কিলার হতে পারে। কারণ আফগানিস্তানের স্পিন অন্যদলের কাছে চাপের। পাকিস্তানকে একরকম হারিয়ে দিয়েছিলেন নবিরা। কিন্তু অনভিজ্ঞতার জন্য ম্যাচ হারতে হয়। ফলে সেমিফাইনালে প্রবেশের জন্য দ্বিতীয় স্থানে লড়াইয়ে কিছুটা হলেও আছে রশিদ খানরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল