অ্যাপশহর

বিশ্বকাপ দলে সুযোগ পেলেন শার্দূল, তালিকায় রয়েছেন এই ক্রিকেটাররাও!

ইতিমধ্যেই জাতীয় দলের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন উমরান মালিক। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন স্বয়ং বিরাট কোহলিও। তিনি নিজের মুখে উমরানের গতির প্রশংসা করেছেন।

Lipi 13 Oct 2021, 6:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হাতে আর একেবারেই বেশি সময় নেই। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারতের বিশ্বকাপ যাত্রা। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবেন বিরাট কোহলিরা। তবে আজ ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে একটি বিশেষ পরিবর্তন করা হয়েছে। অক্সর প্যাটেলের পরিবর্তে দলে এসেছেন শার্দূল ঠাকুর। তবে শার্দূল একাই নন, আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটার এই তালিকায় নাম লেখাবেন বলেই শুনতে পাওয়া যাচ্ছে।

শার্দূল ঠাকুর, ছবি সৌজন্য - টুইটার

EiSamay.Com icc t20 world cup not only shardul thakur these cricketers also can join team india squad
বিশ্বকাপ দলে সুযোগ পেলেন শার্দূল, তালিকায় রয়েছেন এই ক্রিকেটাররাও!


IPL-এ ভালো খেলার পুরস্কার পেতে চলেছেন ভারতের তিন তারকা। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে থাকতে পারেন হর্ষল প্যাটেল, ভেঙ্কটেশ আইয়ার ও শিবম মাভি। সূত্রের খবর, IPL-এর পরে এই তিন প্লেয়ারকে দুবাইতেই থাকতে বলবে BCCI।

ইতিমধ্যেই জাতীয় দলের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছেন উমরান মালিক। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন স্বয়ং বিরাট কোহলিও। তিনি নিজের মুখে উমরানের গতির প্রশংসা করেছেন। তাঁরই সুপারিশে উমরানকে নেট বোলার হিসেবে সুযোগ দেওয়া হয়েছে। তাঁকে দুবাইতেই থাকতে বলেছে BCCI। সূত্রের খবর, এবার উমরানের মত এই তিনজনকেও থাকতে বলবে বোর্ড।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে নিজের সেরা বোলিং করেছেন এবার হর্ষল প্যাটেল। হ্যাটট্রিকও করেছেন তিনি। অন্যদিকে ভেঙ্কটেশ আইয়ার নিজের প্রথম IPL ম্যাচ থেকেই দাপট দেখিয়েছেন। বোলিংও করেছেন। শিবম মাভি বেশি সুযোগ না পেলেও তাঁকে পড়তে পারেনি ব্যাটাররা।

কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ট্রফির দৌড়ে আছে কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, হর্ষল প্যাটেলকে বায়ো বাবল ছাড়তে বারণ করা হয়েছে। কলকাতার ম্যাচ হলে তারপর ভেঙ্কটেশ আইয়ার ও শিবম মাভিকেও একই কথা বলবে BCCI। এরপর এই তিন প্লেয়ারকে বিশ্বকাপে ভারতীয় দলের বায়োববলে ঢুকিয়ে দেবে বোর্ড। ইতিমধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের ৬ প্লেয়ার যারা বিশ্বকাপে সুযোগ পেয়েছে তারা জাতীয় দলের হয়ে যোগ দিয়েছেন।

তবে BCCI-এর চিন্তার কারণ হার্দিক পান্ডিয়া। BCCI সূত্রে খবর, ‘হার্দিক পান্ডিয়াকে দল থেকে সরিয়ে দেওয়া হবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। ও যদি বল করতে এখনও না পারে তাহলে অলরাউন্ডারের তকমা হারাবে। ফলে তার জায়গায় দীপক চাহারকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে হর্ষল প্যাটেলকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হতে পারে।’ তবে আগামী কয়েকদিনে হার্দিক কেমন অনুশীলন করে সেই দিকে নজর থাকবে বোর্ডের। কারণ তিন পেস বোলারে ভরসা করতে পারছে না বোর্ড। সম্প্রতি প্রাক্তন জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, একজন পেস বোলার কম আছে ভারতের হাতে।

যেহেতু গ্রুপ স্তরের ম্যাচ খেলবে না ভারত, তাই ভারতের কাছে দল পরিবর্তন করার জন্য ১৬ অক্টোবর পর্যন্ত সময় আছে। কারণ সুপার ১২-র ম্যাচ শুরু হবে ২৩ অক্টোবর থেকে। নিয়ম অনুযায়ী তার এক সপ্তাহ আগে দলে পরিবর্তন আনা যায়। তাই সময় নিয়ে হার্দিকের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল