অ্যাপশহর

জোড়া ছক্কা হাঁকিয়ে হাসিমুখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় গেইলের

তবে ক্রিস গেইল আদৌ অবসর নিয়েছেন কি না, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। ইতিমধ্যে ডোয়েন ব্র্যাভো অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন।

EiSamay.Com 6 Nov 2021, 7:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্যাট কামিন্সের বলে আউট হতেই আন্তর্জাতিক ক্রিকেটকে কার্যত বিদায় জানালেন ক্রিস গেইল। ক্রিকেটপ্রেমীরা তাঁকে ভালোবেসে ইউনিভার্সাল বস বলেই ডাকেন। আজ টি-২০ ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গেইলের অবসরের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আজ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে দর্শকদের দিকে ব্যাট উঁচিয়ে তিনি অবসরের ইঙ্গিত দিয়ে গেলেন। পাশাপাশি তিনি স্ট্যান্ডে দর্শকদের উদ্দেশ্যে নিজের গ্লাভসও দান করে আসেন।
EiSamay.Com FDgMLpHVkAciNTy
ব্যাট হাতে মাঠে নামছেন ক্রিস গেইল, ছবি সৌজন্য - টুইটার


আজ ম্য়াচের শুরু থেকে এই বাঁহাতি ব্যাটসম্যান দারুণ টাচে ছিলেন। ব্যাট হাতে তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫০-র কাছাকাছি। আজ এই ক্যারিবিয়ান কিংবদন্তি ৯ বলে ১৫ রান করেছেন।

তবে ক্রিস গেইল আদৌ অবসর নিয়েছেন কি না, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানতে পারা যায়নি। ইতিমধ্যে ডোয়েন ব্র্যাভো অবশ্য জানিয়ে দিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ডোয়েন ব্র্যাভো।

গেইল ইতিপূর্বে দু'বার টি-২০ বিশ্বকাপ জয় করেছেন। ৭৯টি টি-২০ ম্যাচে তিনি ১,৮৯৯ রান করেছেন। ব্যাটিং গড় ২৮.১১। স্ট্রাইক রেট ১৩৭.৩১। এরমধ্যেই গেইলের জোড়া শতরান এবং ১৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফরম্যাটে তিনি ১৯টি উইকেট শিকার করেছেন। ক্যারিবিয়ান ব্রিগেডের হয়ে মূলত ওপেন করলেও চলতি টি-২০ বিশ্বকাপে তিনি তিন নম্বরে ব্যাট করেছেন।

এই বিষয়ে কোনও সন্দেহই নেই যে টি-২০ ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন ক্রিস গেইল। ৪৫২ ম্যাচে তিনি মোট ১৪,৩০৬ রান করেছেন। রান সংগ্রাহকদের তালিকায় তিনি শীর্ষস্থানে রয়েছেন। কোনও ব্যাটসম্যানই এখনও পর্যন্ত টি-২০ ফরম্যাটে ১২,০০০-র বেশি রান করেননি। আশা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে হয়ত তাঁকে আর খেলতে দেখা যাবে না। তবে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলবেন বলে আশা করা হচ্ছে।

২০১৪ সাল থেকে ক্রিস গেইল কোনও টেস্ট ম্যাচ খেলেননি। পাশাপাশি ২০১৯ সালে শেষবার তাঁকে একদিনের ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। ১০৩টি টেস্ট ম্যাচে গেইল মোট ৭,২১৪ রান করেছেন। ৩০১ একদিনের ম্যাচে ১০,৪৮০ রান করেছেন। ইতিপূর্বে তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন।

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ উইকেট পরাজয় স্বীকার করে নেয় ক্যারিবিয়ান ব্রিগেড। তবে চলতি টি-২০ বিশ্বকাপ থেকে ইতিপূর্বেই ছিটকে গিয়েছে কায়রন পোলার্ডের দল।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল