অ্যাপশহর

রেগে আগুন ভাজ্জি! পাক মহিলাকে 'সবক' শেখালেন হরভজন

গত রাতে পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার মহম্মদ আমেরকে যোগ্য জবাব দিয়েছেন হরভজন। টুইটারে আমের ভাজ্জিকে নিয়ে মজা করার চেষ্টা করেন। এরপর হরভজনও স্পট ফিক্সিংয়ের প্রসঙ্গ তুলে তাঁকে যোগ্য জবাব দিয়ে দেন।

EiSamay.Com 27 Oct 2021, 10:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারত। এই পরাজয়ের পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। রোজই ভারত কিংবা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা এমন মন্তব্য করছেন, যা নিয়ে শুরু হচ্ছে জোর বিতর্ক। ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ঝামেলায় পড়েছেন। প্রথমে তিনি পাকিস্তানের জোরে বোলার মহম্মদ আমেরকে টুইটারে যা-তা শুনিয়ে দেন। এরপর পাকিস্তানেরই একজন মহিলা সাংবাদিকের সঙ্গে টুইটারে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।
EiSamay.Com Harbhajan Singh
ইকরা নাসির এবং হরভজন সিং, ছবি সৌজন্য - টুইটার


এবার এই মহিলার সঙ্গে ঝামেলায় জড়ালেন ভাজ্জি

গত রাতে পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার মহম্মদ আমেরকে যোগ্য জবাব দিয়েছেন হরভজন। টুইটারে আমের ভাজ্জিকে নিয়ে মজা করার চেষ্টা করেন। এরপর হরভজনও স্পট ফিক্সিংয়ের প্রসঙ্গ তুলে তাঁকে যোগ্য জবাব দিয়ে দেন। কিন্তু এবার পাকিস্তানের সাংবাদিক ইকরা নাসির একটা ভিডিয়ো পোস্ট করে হরভজনকে কটাক্ষ করার চেষ্টা করেছিলেন। আসলে এই ভিডিয়োয় শাহিদ আফ্রিদি ভাজ্জির চার বলে চারটে ছক্কা হাঁকাচ্ছেন।


টুইটারে চলল জোর লড়াই

পাকিস্তানের এই মহিলা সাংবাদিক হরভজন সিংকে ট্য়াগ করে ওই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, 'এই দেখো হরভজন সিং, তোমার স্মৃতিটা আরও একটু সতেজ করে দিলাম। চার বলে চারটে ছক্কা, তাও আবার একটা টেস্ট ম্যাচে।' এরপর আর নিজের মাথা ঠাণ্ডা রাখতে পারেননি ভারতের এই অভিজ্ঞ অফস্পিনার। তিনি চটজলদি পালটা জবাব দেন। এই ভিডিয়োতেই হরভজন ইকরাকে জবাব দিতে গিয়ে তিনি নিজের এবং জাহির খানের একটা ভিডিও টুইটারে পোস্ট করেন। এই ভিডিয়োয় তাঁরা দুজনে আফ্রিদির বলে লম্বা লম্বা ছক্কা হাঁকাচ্ছেন। আর ভিডিয়োর ক্যাপশনে ভাজ্জি লিখেছেন, 'অশিক্ষিত সাংবাদিক, তোমার রেফারেন্সের জন্য পাঠালাম।'

আমেরের সঙ্গে টুইট যুদ্ধ

তবে এই ব্যাপারটি শুরু করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমের। তিনি একটি টুইট করে ভারত-পাকিস্তান ম্যাচের একটা পুরনো ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন। এই ম্যাচে শাহিদ আফ্রিদি হরভজন সিংয়ের চার বলে চারটে ছক্কা হাঁকাচ্ছেন। আমের এই ভিডিয়ো শেয়ার করার পাশাপাশি খানিক কটাক্ষ করে লেখেন, টেস্ট ক্রিকেটে এমন দৃশ্য কীভাবে সম্ভব। তারপর আর কী! মহম্মদ আমেরের মুখ কার্যত বন্ধ করে দিলেন হরভজন। তিনি স্পট ফিক্সিং স্ক্যান্ডালের কথাও মনে করিয়ে দেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ম্যাচ গড়াপেটার কারণে মহম্মদ আমেরকে পাঁচ বছর নির্বাসিত করা হয়েছিল।

মুখের উপর যোগ্য জবাব দিয়েছিলেন

আমেরের এই টুইটের পর মুখের উপর জবাব দিয়ে হরভজন লেখেন, ‘লর্ডসে নো বল কী করে হয়ে গেছিল? কত নিয়েছ কে দিয়েছে? টেস্ট ক্রিকেটে নো বল কী করে হয়? এই সুন্দর খেলাকে নোংরা করার জন্য লজ্জা লাগা দরকার তোমার ও তোমার সমর্থকদের।’ শেষে অপর একটি টুইটে হরভজন লেখেন, ‘সবসময় পয়সা পয়সা করো, কোনও সম্মান নেই, শুধু পয়সা। নিজের দেশের সমর্থকদের জানাও কত টাকা নিয়েছিলে। বেরিয়ে যাও তোমার মত লোক যারা ক্রিকেটকে নোংরা করে তাদ সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে।’

পরের খবর