অ্যাপশহর

পাকিস্তান নক আউটে উঠলে ছেড়ে দেবে না ভারত, হুঙ্কার ভাজ্জির

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দুপক্ষের সমর্থকদের মধ্যে লড়াই চলছে। যেই লড়াইয়ে জড়িয়ে পড়েছেন হরভজন সিংও। তিনি মহম্মদ আমেরের সঙ্গে টুইটারে তর্কে জড়িয়ে পড়েন।

Lipi 28 Oct 2021, 5:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের রেশ এখনও কাটেনি। বিশ্বকাপে ১২ ম্যাচ পাকিস্তানের কাছে অপরাজিত থাকার পর এবার হার মানতে হয়েছে বিরাটদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও দুই দলের সমর্থকদের মধ্যে লড়াই চলছে। এরইমধ্যে ভারত পাকিস্তানের ফের মুখোমুখি হওয়ার সম্ভবনার কথা জানালেন হরভজন সিং।
EiSamay.Com Virat Kohli and Babar Azam
বাবর আজম এবং বিরাট কোহলি, ছবি সৌজন্য - টুইটার


বিশ্বকাপে সুপার ১২-এর দ্বিতীয় গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। পরপর দুটো ম্যাচ জিতে গ্রুপে শীর্ষে আছে পাকিস্তান। সেমিফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার বাবর আজমরা। বাকি ম্যাচগুলো জিতলে ভারত চলে যাবে সেমিফাইনালে। হরভজন সিংয়ের মতে, শুধু সুপার ১২ নয়, এরপর নকআউটেও মুখোমুখি হতে পারে এই দুই দেশ। তবে তা হলে ভারত আরও শক্তিশালী হবে বলে তাঁর আশা।

তিনি পাকিস্তানকে একপ্রকার সতর্ক করে টুইট করেন, ‘এটা পাকিস্তানের জন্য নতুন। কিন্তু আমরা ওদের বিশ্বকাপে ১২ বার হারিয়েছি, সেটা ভুললে চলবে না। যদি ভারত পাকিস্তানের আবার সাক্ষাৎ হয়, তাহলে ভারত আরও ভালো খেলবে ও জিতবে।’

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দুপক্ষের সমর্থকদের মধ্যে লড়াই চলছে। যেই লড়াইয়ে জড়িয়ে পড়েছেন হরভজন সিংও। তিনি মহম্মদ আমেরের সঙ্গে টুইটারে তর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে প্রথমবার ভারত পাকিস্তানের কাছে হেরেছে, তাও আবার টি-২০ বিশ্বকাপ। এটা হয়েই থাকে। কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব চিৎকার চলছে, যেন তারা বিশাল কিছু করে ফেলেছে।’

ভারত পাকিস্তান ম্যাচের পর ৪ দিন কেটে গেলেও পাকিস্তান সমর্থকদের উচ্ছ্বাস কমছে না। ভালো খেলার আনন্দের পাশাপাশি বিতর্কও সঙ্গী হচ্ছে পাকিস্তানের। সম্প্রতি মহম্মদ রিজওয়ানের নামাজ নিয়ে মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন ওয়াকার ইউনিস। তিনি বলেন, ‘হিন্দুদের মধ্যে রিজওয়ান যেভাবে নমাজ পড়েছে তা প্রসংশনীয়।’ এরপর তাঁকে ক্ষমা চাইতে হয়। গতকাল শোয়েব আখতারকে শো চলাকালীন অভব্যতার অভিযোগে বেরিয়ে যেতে বলেন সঞ্চালক। তিনি সেখান থেকেই পদত্যাগ করে বেরিয়ে যান। এরপর টুইটারে হরভজন সিংকে কটাক্ষ করেন মহম্মদ আমের। পাল্টা আমেরের করা স্পট ফিক্সিংয়ের প্রসঙ্গ টেনে আনেন হরভজন।

মাঠের বাইরে এই ছোটোখাটো লড়াই লেগে থাকলেও মাঠের মধ্যে দুই দলের সমর্থকদের মধ্যে সৌভাতৃত্বের ছবি দেখা গেছে। ম্যাচের পরে দুই দলের প্লেয়ারদের একে অপরকে সঙ্গে গল্প করতে দেখা গেছে। বিরাট কোহলিকে জড়িয়েও ধরেছেন রিজওয়ান।

পরের খবর