অ্যাপশহর

টি-২০ বিশ্বকাপে অভিনব উদ্যোগ, বর্ণবৈষম্যের প্রতিবাদ ব্রিটিশ-ক্যারিবিয়ান ব্রিগেডের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শনিবার দুরন্ত পারফরম্যান্স করলেন ইংলিশ বোলাররা। মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গোটা ক্যারিবিয়ান দল। ৭০ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড।

EiSamay.Com 23 Oct 2021, 10:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটে গেল একটি অভূতপূর্ব ঘটনা। একটি বিশেষ কারণে ম্যাচ শুরু হওয়ার আগেই দুই দল হাঁটু মুড়ে বসে পড়ে। হাতে গোনা ক্রিকেট সমর্থককেই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল দুবাই ক্রিকেট স্টেডিয়ামে। তাঁরা প্রত্যেকেই করতালিতে এই উদ্যোগের সম্মান জানায়।
EiSamay.Com Racism West Indies Cricketers
বর্ণবৈষম্যের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ক্যারিবিয়ান ক্রিকেটারদের, ছবি সৌজন্য - ফেসবুক


কিন্তু, কী এমন ঘটল যে প্রথম বল গড়ানোর আগেই দুই দলের ক্রিকেটাররা হাঁটু মুড়ে বসে পড়লেন? আসলে এই অভিনব উদ্যোগ গ্রহণের মাধ্যমেই দুই দল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের আবেদন জানান। আর এই উদ্যোগের প্রশংসা করেন মাঠে উপস্থিত সমর্থকেরা।

ইতিপূর্বে গত বছর ইংল্যান্ডে আয়োজিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজেও বর্ণবিদ্বেষের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল দুই দল। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের একদিনের সিরিজেও একই ছবি দেখতে পাওয়া যায়।

আজ গ্রুপ ১-এর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ একে অপরের মুখোমুখি হয়েছে। তার আগেই ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে টি-২০ বিশ্বকাপের গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তারাও বর্ণবৈষম্যের প্রতিবাদে হাঁটু মুড়ে বসবে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ড ঘরের মাঠে টেস্ট সিরিজ থেলার সময় 'ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট'য়ে অংশগ্রহণ করেছিল।

শুক্রবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকেই ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মরগ্যান স্পষ্ট করে দেন, 'বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেই আমরাও হাঁটু মুড়ে বসব।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা দলগতভাবে সবসময়ই এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছি। আমরা এই পরিস্থিতি বদল করতে চেয়েছি। আঞ্চলিক স্তরে, জাতীয় স্তরে এবং খানিকটা বিশ্বেও।'

তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শনিবার দুরন্ত পারফরম্যান্স করলেন ইংলিশ বোলাররা। মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় গোটা ক্যারিবিয়ান দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ক্রিস গেইল (১৩)। আর কেউ দুই অঙ্কের রান টপকাতে পারেননি। ইংল্যান্ডের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন আদিল রশিদ। তিনি একাই চার উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট শিকার করেছেন মইন আলি এবং টাইমাল মিলস। একটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং ক্রিস জর্ডন।

জয়ের জন্য ৫৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইংল্যান্ডকে অবশ্য খুব একটা বেশি অসুবিধের মধ্যে পড়তে হয়নি। কিন্তু, তা বলে শুরুটাও ভালো হয়নি ইংল্যান্ডের। দলের দুই ওপেনার জেসন রয় (১১) এবং জস বাটলার (১৭) ফিরতেই ইংল্যান্ডের রানের গতিতে লাগাম পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোড়া উইকেট শিকার করেন আকিল হোসেন। এছাড়া একটি উইকেট নেন রবি রামপাল। অবশেষে ৭০ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়লাভ করে ইংল্যান্ড।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল